মঙ্গলবার ২১ মে ২০২৪
Online Edition

আশুগঞ্জ সার কারখানায় নিয়োগ বাণিজ্য

# ২১ কর্মচারিকে দুদক’র তলব ॥ ২৯ অক্টোবর জিজ্ঞাসাবাদ
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সারকারখানা ও কেমিক্যাল কোম্পানি লিমিটেডের ২১ জন কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন। নিয়োগে অনিয়ম ও দুর্নীতির  রেজমিন তদন্তকালে এসব কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করা হবে। এই ২১ জনের নিয়োগ অনিয়ম-দুর্নীতির মাধ্যমে হয়েছে বলে অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, কারখানার ব্যবস্থাপনা পরিচালককে গত ২০ অক্টোবর দুর্নীতি দমন কমিশন থেকে এবিষয়ে একটি পত্র দেয়া হয়। এতে বলা হয়েছে, শূন্যপদের বিপরীতে লোক নিয়োগে অনিয়ম-দুর্নীতির অভিযোগ সরেজমিন তদন্ত করার জন্য আগামী ২৯ অক্টোবর সকাল ১০টায় দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক ঋত্বিক সাহা ও উপ-সহকারী পরিচালক মাহবুবুল আলম আশুগঞ্জ সার কারখানা ও কেমিক্যাল কোম্পানিতে আসবেন। ওই সময় ২১ জন কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পত্রে উল্লেখ করা হয়। মূলপত্রের সঙ্গে তাদের নামের একটি তালিকা দেয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১৩ সালের জানুয়ারিতে আশুগঞ্জ সার কারখানা এবং কেমিক্যাল কোম্পানি লিমিটেডের ২৫টি পদে ৫৯ জন লোক নিয়োগ করা হয়। নিয়োগে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র সহকারী জজ আদালতে মামলা হয়। কোম্পানির সাবেক জিএম প্রশাসন মোঃ আনোয়ার হোসেন নিয়োগে অনিয়ম দুর্নীতির মূল হোতা বলে অভিযুক্ত হন। পরে তাকে এই কোম্পানি থেকে অন্যত্র বদলি করা হয়। তবে বহাল তবিয়তে সিবিএ সভাপতি জিন্নাহ খন্দকার ও সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন।

অনলাইন আপডেট

আর্কাইভ