সোমবার ২৯ এপ্রিল ২০২৪
Online Edition

ত্রিদেশীয় সিরিজে ওঃ ইন্ডিজ অস্ট্রেলিয়ার ফাইনাল আজ

স্পোর্টস রিপোর্টার : কেনসিংটন ওভালে ত্রিদেশীয় সিরিজ ফাইনালে ওঃ ইন্ডিজ-অস্ট্রেলিয়া মুখোমুখি আজ। ড্যারেন ব্র্যাভোর তৃতীয় সেঞ্চুরি ও শ্যানন গ্যাব্রিয়েলের দুর্দান্ত বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাকে ১০০ রানে পরাজিত করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে সিরিজের ফাইনালে উঠে অস্ট্রেলিয়া। ড্যারেন ব্র্যাভোর তৃতীয় সেঞ্চুরি ও শ্যানন গ্যাব্রিয়েলের দুর্দান্ত বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাকে ১০০ রানে পরাজিত করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ। কেনসিংটন ওভালে প্রথমে ব্যাটিং থেকে দলীয় ২১ রানে ৪ উইকেট পতনের পরে ম্যাচ সেরা ব্র্যাভোর ১০২ রানে ভর করে ক্যারিবীয়রা ৪৯.৫ ওভাবে ২৮৫ রানে অল আউট হয়। নিজের বিধ্বংসী চার ওভারে একে একে কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসিস ও অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের উইকেট তুলে নেন গ্যাব্রিয়েল। মর্নে মরকেল ও ইমরান তাহির শেষ উইকেটে ৫১ রান সংগ্রহ করেন। ওয়েস্ট ইন্ডিজ বোলারদের দাপটে দক্ষিণ আফ্রিকার ইনিংস ৪৬ ওভারে ১৮৬ রানে থেমে গেলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ক্যারিবীয়রা। গ্যাবিয়েলের সাথে তারকা স্পিনার সুনীল নারিনও ছিলেন সমান বিধ্বংসী। নির্ধারিত ১০ ওভারে মাত্র ২৮ রানে নারিন নিয়েছেন ৩টি উইকেট। গত ১০ বছরে এই প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকা ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলতে ব্যর্থ হয়েছে। তবে দারুণ ফর্মে থাকা গ্যাবিয়েলের ফিটনেস নিয়ে ফাইনালের আগে কিছুটা দুশ্চিন্তায় পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৫ ওভারে ১৭ রানে ৩ উইকেট দখলের পরে পায়ের ইনজুরির কারণে মাঠ ছাড়তে বাধ্য হন এই পেসার। টসে জিতে প্রোটিয়া অধিনায়ক ডি ভিলিয়ার্স প্রথমে বোলিং নেন। পেসার কাগিসো রাবাদার কল্যাণে মাত্র ২১ রানেই ৪ উইকেট হারায়  ওঃ ইন্ডিজ। কিন্তু ব্রাভোর দারুণ এক সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজ ঘুড়ে দাঁড়ায়। পোলার্ড করেন ৬২ রান। মরকেল ৯ ওভারে ১ উইকেটের বিনিময়ে দিয়েছেন ৬৮ রান। পেসার রাবাদা ৩১ রানে নিয়েছেন ৩ উইকেট।

অনলাইন আপডেট

আর্কাইভ