বৃহস্পতিবার ০২ মে ২০২৪
Online Edition

রাজশাহীতে গরু মোটাতাজাকরণ ওষুধ কোম্পানি মালিকের কারাদণ্ড

রাজশাহী অফিস: রাজশাহীতে গরু মোটাতাজা করার জন্য নকল ওষুধ বাজারজাত করার দায়ে কোম্পানির মালিকসহ দুইজনের জরিমানা ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গত বুধবার বিকেলে মহানগরীর বালিয়াপুকুর এলাকায় জার্মানি ও দক্ষিণ কোরিয়ার কোম্পানির ওষুধ নকলসহ অনুমোদনহীন বিভিন্ন ওষুধ তৈরি কারাখানায় অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেন আদালত। রাজশাহীর নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ জামানের নেতৃত্বে ওই ওষুধ কারখানায় অভিযান চালায় ডিবি ও বোয়ালিয়া থানা পুলিশ। ‘ফাস্ট অ্যাগ্রোভেট লিমিটেড’ নামের ওই কোম্পানি মালিকের নাম সেলিম মিঞা (৩৮)। তার বাড়ি জামালপুরে। আদালত তাকে এক লাখ টাকা জরিমানাসহ তিন মাসের কারাদণ্ড দিয়েছেন। দণ্ডপ্ররাপ্ত অপরজন হলেন, কারখানার কেমিস্ট আবুল কালাম (২৫)। তার বাড়ি মহানগরীর ভদ্রা এলাকায়। তাকে আদালত এক মাসের কারাদণ্ড দেন।

অনলাইন আপডেট

আর্কাইভ