বুধবার ০১ মে ২০২৪
Online Edition

ফের সেনাপ্রধানদের সঙ্গে মোদির বৈঠক

২৪ সেপ্টেম্বর, দৈনিক জাগরণ : পাকিস্তানের সঙ্গে যুদ্ধের বিষয়ে রণনীতি নিয়ে আবারও সেনাপ্রধানদের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল শনিবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর কার্যালয় ৭ লোক কল্যাণ মার্গে তিন বাহিনীর প্রধানরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন।
 ভারতীয় সংবাদ মাধ্যম দৈনিক জাগরণের খবরে বলা হয়, রণনীতি কি হবে এবং বর্তমান সামগ্রিক পরিস্থিতি নিয়ে এ বৈঠকে আলোচনা হয়েছে। কাশ্মীরের উরিতে হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে ভারতজুড়ে দাবি উঠেছে। এ ঘটনায় দোষীদের কোনো ছাড় দেয়া হবে না ঘোষণা দিয়েছেন মোদি। এই পরিস্থিতিতে ঠিক কী পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়ে শনিবার তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেন।
পত্রিকাটি জানায়, দুই দেশের উত্তেজনার মধ্যে আজ শনিবার একটি দলীয় সমাবেশে যোগ দেবেন তিনি। উরিতে হামলার পর এই প্রথম কোনও সমাবেশে বক্তব্য রাখবেন তিনি।

অনলাইন আপডেট

আর্কাইভ