বুধবার ০১ মে ২০২৪
Online Edition

১০ নবেম্বর প্রথম বারের মতো অনুষ্ঠিত হবে ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট সামিট বাংলাদেশ

আসছে ১০ নবেম্বর ২০১৬ দ্য ওয়েস্টিন ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট সামিট বাংলাদেশ। “ড্রাইভিং দ্য সাস্টেইনেবল এজেন্ডা” থিম নিয়ে ইমপ্যাক্ট ইন-ভেস্টমেন্ট সামিট বাংলাদেশ-এর উদ্যোক্তা হচ্ছে বিল্ড বাংলাদেশ [www. buildbangladesh.org.bd]  এবং এটি আয়োজন করছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। এই সম্মেলনে রয়েছে বেশকিছু কি-নোট সেশন। এছাড়াও থাকবে আন্তর্জাতিক এবং স্থানীয় বরেণ্য ব্যক্তিত্বদের নিয়ে চারটি প্যানেল আলোচনা
এই সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে বিশ্বব্যাপী ইমপ্যাক্ট ইনভেস্টিং মার্কেটের গুরুত্ব অনুধাবন করা এবং বাংলাদেশে এই মার্কেটের সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা করা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী, সংসদ সদস্য, আবুল মাল আব্দুল মুহিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ডক্টর খাইরুল হোসেইন। বিশেষ অতিথি হয়ে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট এর এক্সিকিউটিভ চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম। সম্মেলনে সুচনা বক্তব্য রাখবেন বিল্ড বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট আর্কিটেক্ট ফরহাদুর রেজা। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ