শুক্রবার ০৩ মে ২০২৪
Online Edition

বেতন নেই শিক্ষকদের

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা : কাউখালীর ছোট বিড়ালজুরী গ্রামে আশ্রায়ন ও গুচ্ছগ্রামে একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়টির এমন ভগ্নদশা। ১৯৯২ সালে হতদরিদ্র ও ছিন্নমূল বাস্তহারাদের জন্য ছোট বিড়ালজুরী গ্রামে একটি আশ্রয়ন প্রকল্প গ্রহণ করে ব্যারাক হাউজ নির্মাণ করা হয়।
ব্যারাক হাউজের বাসিন্দাদের ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য কোন শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় স্থানীয়রা ১৯৯৫ সালে ছোট বিড়ালজুরী গ্রামে একটি বেসরকারিভাবে গড়ে ওঠে একটি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি সেই থেকে শতাধিক শিক্ষার্থীদের নিয়ে লেখাপড়া কার্যক্রম দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছে।
২০১৪ সালে বিদ্যালয়টি সরকারি আত্তীকরণ করা হলেও অদ্যাবধি চারজন শিক্ষকের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে প্রদান করা হয়নি বলে অভিযোগ রয়েছে। বিদ্যালয়টির শুরু থেকে অদ্যাবধি ২০ বছর পর্যন্ত বেতন ভাতা না পেয়ে ওই চারজন শিক্ষক মানবেতর জীবন-যাপন করছে।

অনলাইন আপডেট

আর্কাইভ