বুধবার ০১ মে ২০২৪
Online Edition

জমিয়াতুল ফালাহ জামে মসজিদের খতিব আল্লামা জালাল উদ্দীন আলকাদেরির দাফন সম্পন্ন জানাযায় লক্ষাধিক মুসল্লীর সমাগম

চট্টগ্রাম অফিস : গতকাল সোমবার চট্টগ্রামের প্রবীণ আলেম, ষোলশহর জামেয়া আহমাদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ, ইসলামি ফাউন্ডেশনের গভর্নর, জমিয়াতুল ফালাহ জামে মসজিদের খতিব আল্লামা জালাল উদ্দীন আলকাদেরির কয়েকদফা জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে। প্রতিটি জানাযায় ছিল উপচে পড়া ভিড়।  জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে প্রায় লক্ষাধিক মুসল্লী জানাযায় শরীক হন। পরে  বাদে আছর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসায় চতুর্থ জানাযা শেষে মাদরাসা সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। 
এর আগে সোমবার বাদ যোহর নগরীর জমিয়াতুল ফালাহ জামে মসজিদ মাঠে তৃতীয় ও  রোববার সকাল ১০টায় ঢাকা মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়বিয়া মাদরাসা মাঠে প্রথম এবং বাদে আছর জাতীয় ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাযার নামায অনুষ্ঠিত হয়। 
সোমবার বাদ যোহর নগরীর জমিয়াতুল ফালাহ জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত জানাযার নামাযে ইমামতি করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আল্লামা হাফেজ মোহাম্মদ সোলাইমান আনসারী।  আল্লামা জালাল উদ্দীন আলকাদেরির জানাযার নামাযে শামিল হয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রিয় উপদেষ্টা মন্ডলীর সদস্য ইছহাক মিয়া, নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, সাবেক মেয়র এম মনজুর আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী, পিএইচপি পরিবারের চেয়ারম্যান সুফি মুহাম্মদ মিজানুর রহমান, চট্টগ্রাম জেলা প্রশাসক শামসুল আরেফিন, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, প্রশাসনের ব্যক্তিবর্গ।
 গত শনিবার রাত দশটায় ঢাকার বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন আল্লামা জালাল উদ্দীন আলকাদেরি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র ও পাঁচ কন্যা সস্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।
অধ্যক্ষ মাওলানা জালাল উদ্দিন আল কাদেরীর মৃত্যুতে চট্টগ্রাম মহানগরী জামায়াত নেতৃবৃন্দের শোক-চট্টগ্রামস্থ জাতীয় মসজিদ, জমিয়তুল ফালাহ্ এর খতিব, ষোলশহরস্থ আল-জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ বিশিষ্ট আলেমেদ্বীন অধ্যক্ষ মাওলানা জালাল উদ্দিন আল কাদেরীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ শাহাজাহান ও নগর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম এক শোক বাণী প্রদান করেন। শোক বাণীতে চট্টগ্রাম মহানগরী জামায়াত নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

অনলাইন আপডেট

আর্কাইভ