রবিবার ০৫ মে ২০২৪
Online Edition

২৪ বছর পরেও বাবরি মসজিদ ধ্বংসের বিচার চায় মুসলমানরা

৬ ডিসেম্বর, জিও টিভি নিউজ উর্দু : ভারতে বাবরি মসজিদ ধ্বংসের ঘটনায় গতকাল মঙ্গলবার মুসলমানরা কালো দিবস পালন করে।
হিন্দু চরমপন্থীদের হাতে ধ্বংস মুসলমানদের ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের ২৪ বছর পার হলেও আজো সুষ্ঠু বিচার চায় মুসলমানরা।
৬ ডিসেম্বর ১৯৯২ এর এই দিনে হাজার হাজার হিন্দু চরমপস্থীরা ষোল শতকের প্রতিষ্ঠিত ঐতিহাসিক মসজিদকে ধ্বংস করে দেয়। যার ফলে ভারতে হিন্দু-মুসলিমের মাঝে এক রক্তক্ষয়ী দাঙ্গায় কয়েক হাজার নিরীহ মানুষ প্রাণ হারায়। বাবরি মসজিদ ধ্বংসের বিরুদ্ধে ওই সময় প্রধানমন্ত্রী কল্যাণ সিং এবং শিবসেনার বাল ঠাকুরে এবং এলকে আদভানিসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। উল্লেখ্য, বাবরি মসজিদ মোগল বাদশাহ জহির উদ্দিন মুহাম্মাদ বাবর ইসায়ী ষোল শতকে নির্মাণ করেছিলেন। যা ইসলাম এবং মোগল নির্মাণশৈলীর একটি দৃষ্টান্ত ছিল।
ভারতের হিন্দু চরমপন্থীদের দাবি, বাদশাহ জহির উদ্দিন মুহাম্মদ বাবর হিন্দুদের দেবতা রামের জন্মস্থানের ওপর নির্মিত রামমন্দিরকে ভেঙে চুরমার করে বাবরি মসজিদ তৈরি করেছেন। অথচ হিন্দুরা ওই দাবির স্বপক্ষে আজও কোনো ঐতিহাসিক দলিল ও তথ্য-উপাত্ত পেশ করতে পারে না।

অনলাইন আপডেট

আর্কাইভ