বুধবার ০১ মে ২০২৪
Online Edition

রাণীনগরে দুটি ইটভাটা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

রাণীনগর (নওগাঁ) সংবাদদতা : নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে উপজেলার দুটি  ইটভাটা বন্ধ করে দিয়েছেন । গতকাল মঙ্গলবার দুপুরে রাহিদ এন্টার প্রাইজ নামের এদুটি ইটভাটা বন্ধ করে দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নওগাঁর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম এদুটি ইটভাটা বন্ধের নির্দেশ দেন।
 রাণীনগর থানার এস.আই মামুনুর রশিদ জানান,রাণীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল এর রাণীনগর উপজেলা সদরের অদূরে অবস্থিত রাহিদ এন্টারপ্রাইজ এবং একই মালিকের একই নামের উপজেলার ধনপাড়া গ্রামে অবস্থিত আরো একটি ইট ভাটায় অভিযান  চালানো হয় । ভাটা দুটিতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় এবং ইট পোড়ানোর লাইসেন্স না থাকায়  ভাটার সমস্ত কার্যক্রম বন্ধ করে দেয়ার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

অনলাইন আপডেট

আর্কাইভ