বুধবার ১৫ মে ২০২৪
Online Edition

বিরল হরিণ শিকারে সমালোচিত ম্যারাডোনা

ম্যারাডোনা আর বিতর্ক যেন একই সুতোয় গাঁথা। হয়তো আর্জেন্টাইন কিংবদন্তি বিতর্কের পেছনে থাকেন, না হয় বিতর্ক তার পেছনে ধেয়ে আসে। আবারও এক কাণ্ড ঘটিয়ে সমালোচিত হলেন ফুটবলের এ ঈশ্বর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, অ্যারাবিয়ান অরিক্স (এক জাতীয় কৃষ্ণসার বিরল হরিণ) শিকার করেছেন দিয়েগো ম্যারাডোনা। বাঁ হাতে হরিণ আর ডান হাতে ছিল একটি বন্দুক। এ প্রজাতির হরিণ এখন খুব একটা নেই। ১৯৮৬ সালে এই এন্টেলোপকে বিলুপ্তপ্রায় প্রজাতি হিসেবে ঘোষণা করেছে আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ কমিটি (আইইউসিএন)। আর ২০১১ সালের এক হিসাব মতে, মাত্র এক হাজার অরিক্স টিকে আছে উন্মুক্ত পরিবেশে।  ছবিটি ইতোমধ্যে ভাইরাল হয়ে যাওয়ায় সমালোচিত হচ্ছেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়ী এ তারকা। তবে এখনও এ ব্যাপারে নিশ্চিত করে কেউ কিছু বলেনি। এমনকি ম্যারাডোনাও এখন পর্যন্ত কোনো মন্তব্য করনেনি। ইন্টারনেট।

অনলাইন আপডেট

আর্কাইভ