বৃহস্পতিবার ০২ মে ২০২৪
Online Edition

আলমগীর হত্যার দায় স্বীকার করে আসামী দম্পতির জবানবন্দী প্রদান

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা: রামপালে কাঁকড়া ব্যবসায়ী আলমগীর হত্যা কা-ের ঘটনায় আটককৃত মিরাজুল ইসলাম মিয়া ও তার স্ত্রী সাবিনা আক্তার মীম সোমবার বিকাল ৩ টায় বাগেরহাটের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গৌতম মল্লিকের আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ইমারত হোসেন  সোমবার দুপুরে আদালতে তুললে আসামীরা সে¦চ্ছায় হত্যার দায় স্বীকার করেছে বলে নিশ্চিত করেন।
উল্লেখ্য গত ১৫ ডিসেম্বর রাতে ফয়লার পার গোবিন্দপুর এলাকার একটি ভাড়া বাসায় ডেকে নিয়ে পরিকল্পিতভাবে আলমগীরকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাস রোধ করে হত্যা করে।
এঘটনায়  রোববার রাতে নিহতের পিতা মোশারফ হোসেন রামপাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
রামপাল থানার ওসি মোঃ বেলায়েত হোসেন আসামীদের বিজ্ঞ আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দী প্রদানের কথা নিশ্চিত করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ