রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

‘সমাজবাদী পার্টি এবং বিজেপি একই মুদ্রার এপিঠ-ওপিঠ’ -আসাদউদ্দিন ওয়াইসি

২০ জানুয়ারি, পার্সটুডে : ‘অল ইন্ডিয়া মজলিশ-ই ইত্তেহাদুল মুসলেমিন (মিম)’ প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি সমাজবাদী পার্টি এবং বিজেপিকে একই মুদ্রার এপিঠ-ওপিঠ বলে মন্তব্য করেছেন। আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে গত বৃহস্পতিবার বিকেলে উত্তর প্রদেশের সাহারানপুরে দলীয় এক সমাবেশে তিনি ওই মন্তব্য করেন।
সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি সাহারানপুরের গান্ধীপুর পার্কে আয়োজিত সমাবেশে রাজ্যে ক্ষমতাসীন সমাজবাদী পার্টির পাশাপাশি বিরোধী কংগ্রেস এবং বিজেপিরও সমালোচনা করেন।
ওয়াইসি বলেন, ‘কেন্দ্রে বিজেপি এবং নরেন্দ্র মোদি সরকার গঠনের আগে মানুষের কাছে অনেক বড় বড় প্রতিশ্র“তি দিলেও তারা তা পালন করেনি। প্রত্যেক বছর এক কোটি বেকারের কর্মসংস্থানের কথা বলা হয়েছিল। কিš‘ এ পর্যন্ত মাত্র ১০ লাখ যুবক কাজ পেয়েছে। প্রধানমন্ত্রী বিদেশ থেকে কালো টাকা দেশে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছেন। নোট বাতিল করে মানুষকে ব্যাংক এবং এটিএমের সামনে লাইনে দাঁড় করিয়ে দিয়েছেন। নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে ১২৫ কোটি মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে। কেন্দ্রীয় সরকার মুদ্রাস্ফীতি কমাতে ব্যর্থ হয়েছে।’
উত্তর প্রদেসের ক্ষমতাসীন সমাজবাদী পার্টি সরকারের বির“দ্ধে নির্বাচনের আগে দেয়া প্রতিশ্র“তি ভঙ্গের অভিযোগ তুলে ওয়াইসি বলেন, ‘সমাজবাদী পার্টির আমলে রাজ্যের উন্নয়ন হয়নি বরং যাদব (মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব) পরিবারের উন্নয়ন হয়েছে।’ আইনশৃঙ্খলা অবনতি নিয়ে তিনি রাজ্য সরকারের সমালচনা করেন।
ওয়াইসি বলেন, ‘যদি কংগ্রেসের নিয়ত স্পষ্ট হতো এবং তারা যদি কোনো কাজ করত তাহলে আজ বিজেপি কেন্দ্রীয় সরকারে ক্ষমতায় আসতে পারত না।’
উত্তর প্রদেশে কংগ্রেসের সঙ্গে সমাজবাদী পার্টির জোট গঠনকে কটাক্ষ করে ওয়াইসি বলেন, ‘কিছুদিন আগেই কংগ্রেসের পক্ষ থেকে ‘২৭ সাল, ইউপি বেহাল’ পদযাত্রা করা হয়েছিল। কিš‘ এতবছর ধরে উত্তর প্রদেশকে দুর্ভোগে ফেলা সমাজবাদী পার্টির সঙ্গেই কংগ্রেস এবার জোট করে নিয়েছে। শত বছরের পুরোনো দল কংগ্রেস এবার অখিলেশের সাইকেলে আরোহী হওয়ার জন্য প্রস্তুত হয়েছে। কংগ্রেসের জন্য এর চেয়ে খারাপ আর কী হতে পারে?’
পিতা-পুত্রের (মুলায়ম-অখিলেশ) মধ্যে দলীয় প্রতীক ‘সাইকেল’ নিয়ে নির্বাচন কমিশনে লড়াইয়ের প্রসঙ্গ তুলে ওয়াইসি বলেন, ‘সাইকেল প্রতীক চিহ্ন পেয়ে অখিলেশ শিশুদের মতো খুশি হয়েছেন। কোথাও কোথাও আতশবাজি পোড়ানো হচ্ছে, ঢাক-ঢোল বাজিয়ে নাচ-গান করা হচ্ছে, মিষ্টি বিতরণও করা হচ্ছে। কিন্তু যে বাবা অখিলেশকে সাইকেলে বসালেন, সাইকেল চালানো শেখালেন সেই বাবার কাছ থেকে সাইকেল কেড়ে নিয়ে অখিলেশ উৎসব পালন করছেন।’
ওয়াইসি প্রশ্ন রেখে বলেন, ‘যে পরিবার নিজেদের ফায়দার জন্য এতকিছু করতে পারে তারা রাজ্যের মানুষদের কল্যাণ করবেন কী করে?’ খাদি গ্রামোদ্যোগের ক্যালেন্ডার এবং ডায়েরিতে গান্ধীজির ছবির পরিবর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি দেয়াকে কটাক্ষ করে ওয়াইসি বলেন, ‘সৌভাগ্যবশত তাজমহল এবং দিল্লির লালকেল্লা বহুবছর আগে তৈরি হয়েছিল, নইলে প্রধানমন্ত্রী তার ক্রেডিটও নিয়ে নিতেন।’ আসাদউদ্দিন ওয়াইসির এদিন দুপুর ১২ টায় দলীয় প্রার্থী তালাত খানের সমর্থনে সমাবেশে ভাষণ দেয়ার কথা থাকলেও তিনি বিকেল সাড়ে ৪ টার সময় সভামঞ্চে উপস্থিত হন।

অনলাইন আপডেট

আর্কাইভ