রবিবার ০৫ মে ২০২৪
Online Edition

পত্নীতলা পুরান বাজার সড়কের বেহাল অবস্থা ॥ যানবাহন চলাচলে ঝুঁকি

পত্নীতলা সংবাদদাতা: পত্নীতলা পুরাতন বাজার পাকা সড়কটির কার্পেটিং উঠে রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় খানা খন্দকের সৃষ্টি হয়ে ঝুঁকিপূর্ণ ভাবে শত শত বাস, ট্রাক মিনি ট্রাক, নছিমন, মটরসাইকেল সহ অসংখ্য যানবাহন চলাচল করছে । অভিযোগে জানা গেছে পত্নীতলা বাজার মোড় হতে উপজেলা কৃষ্ণপুর ইউনিয়নের পানবোরাম গ্রাম পর্যন্ত প্রায় ৪ কি:মি:রাস্তার কার্পেটিং উঠে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এই সড়কটি সংস্কারের কেউ উদ্যোগ গ্রহণ করছে না বলে এলাকাবাসী অভিযোগে সাংবাদিকদের জানায়। স্কুল কলেজগামী ছাত্র/ছাত্রীরা জানায় রাস্তাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে আমরা ভ্যানে চড়ে প্রতিদিন ঝুঁকিপূর্ণ অবস্থায় স্কুল কলেজে যাতায়াত করে আসছি।
ভ্যান চালক মোঃ রহিম, করিম, সামাদসহ অনেকে জানায়, এই ভাংগা রাস্তায় ভ্যান চালিয়ে এক সপ্তাহ পর পর  আমাদের রিং, বিয়ারিং পাল্টাতে হয়।
এ ব্যাপারে এলজিডি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে, তাঁরা জানায় বরাদ্দ নেই, বরাদ্দ পেলেই দ্রুত কাজ শুরু করা হবে। অপর দিকে উপজেলার পাটিচরা ইউনিয়নের নাগোরগোলা গ্রামের একমাত্র পাকা সড়কটি কার্পেটিং উঠে বড় বড় খানা, খন্দকের সৃষ্টি হয়েছে। যেন দেখার কেউ নেই।

অনলাইন আপডেট

আর্কাইভ