সোমবার ২৯ এপ্রিল ২০২৪
Online Edition

মেসির পাশে থাকবে বার্সেলোনা

কর ফাঁকির মামলায় ২১ মাসের কারাদন্ডাদেশের বিরদ্ধে লিওনেল মেসির আপিল স্পেনের সুপ্রিম কোর্ট খারিজ করে দেয়ার পর দলের সেরা এই খেলোয়াড়ের পাশে থাকার কথা জানিয়েছে বার্সেলোনা। ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রায় ৪১ লাখ ইউরো কর ফাঁকির জন্য গত ৬ জুলাই আর্জেন্টিনার এই তারকা ফুটবলার ও তার বাবাকে কারাদ দেয় স্পেনের একটি আদালত। ওই রায়ের বিরদ্ধে মেসির আপিল খারিজ করে দেয় দেশটির সর্বোচ্চ আদালত। মেসি আপিলে হারার পর বার্সেলোনা জানায়, তাদের গুরত্বপূর্ণ এই খেলোয়াড় ও তার পরিবারের প্রতি ক্লাবের পক্ষ থেকে পুরো সমর্থন রয়েছে। কাতালান ক্লাবটির মুখপাত্র জোজেপ ভিভেস বলেন, “লিওনেল মেসি, তার বাবা হোর্হে মেসি ও তার পরিবারের প্রতি আবারও ক্লাব পূর্ণ সমর্থন জানাচ্ছে।”বার্সেলোনার সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউ এ ব্যাপারে তারকা এই খেলোয়াড়ের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানান ওই মুখপাত্র। ইন্টারনেট

অনলাইন আপডেট

আর্কাইভ