রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

তুরস্কের মতো কাতারে ক্যু হওয়ার আশঙ্কা

১৮ জুলাই, মিডল ইস্ট মনিটর : সম্ভবত কাতার পরবর্তী টার্গেট। এ টার্গেট হচ্ছে তুরস্কের মতো ক্যু করে দেশটির সরকার পরিবর্তন করা। তুরস্কে ওই ক্যু ব্যর্থ হলেও কাতারের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন মোহাম্মদ আল-আতিয়া আশঙ্কা করছেন, তার দেশের সরকার পরিবর্তনে ক্যু বা গভীর ষড়যন্ত্র চলছে। সৌদি জোটের নেতৃত্বে কয়েকটি দেশ কাতারের সঙ্গে সম্পর্কচ্ছেদ ও অবরোধ আরোপের পর এখন দেশটিতে ক্যু হতে পারে এমন আশঙ্কা জানিয়ে তিনি বলেন, ক্যু ব্যর্থ করে  দেয়ার ক্ষেত্রে তুরস্ক ইসলামি জগতের একটি দৃষ্টান্তমূলক আচরণ করেছিল। কাতারের প্রতিরক্ষামন্ত্রী বলেন, তুরস্ক ও তার দেশ বিশ্বের নিপীড়িত মানুষের প্রতি সম্মানিত মনোভাব দেখায়। এ কারণেই তুরস্কের পর কাতারে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র হতে পারে। আমরা তুরস্কের ব্যর্থ কু নিয়ে গভীর বিশ্লেষণ করেছি। তুরস্কে ব্যর্থ অভুত্থান চেষ্টার দিনে কাতারের আমির প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে কথা বলেছিলেন।
সৌদি জোটের পক্ষ থেকে  দেয়া কাতারকে ১৩ দফা শর্তের অন্যতম দেশটিতে তুরস্কের বিমান ঘাঁটি বন্ধের দাবি প্রসঙ্গে খালিদ বিন মোহাম্মদ আল-আতিয়া বলেন, এ বিমান ঘাঁটির কথা অনেকদিন থেকে সবাই জানে। এটা দুটি সার্বভৌম দেশের মধ্যেকার সম্পর্কের ব্যাপার ও এ নিয়ে উদ্বেগের বিষয়টিও দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ।

অনলাইন আপডেট

আর্কাইভ