রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

এক বছর পর তালেবান মুক্ত হেলমান্দের গুরুত্বপূর্ণ জেলা

১৮ জুলাই, পার্সটুডে : আফগানিস্তানের সরকারি বাহিনী দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হেলমান্দের গুরুত্বপূর্ণ নাওয়া জেলা তালেবানের দখল থেকে মুক্ত করেছে। তিন দিনের সামরিক অভিযানের পর এ জেলা মুক্ত করা হয় বলে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানান হয়েছে।
এক বছর আগে তালেবান এ জেলা দখল করেছিল। বিবৃতিতে তালবানের ব্যাপক ক্ষয়ক্ষতির বিবরণ দেয়া হয়েছে। অভিযানে অর্ধ শতাধিকের বেশি তালেবান নিহত হয়েছে। এ ছাড়া, ছয় তালেবান আহত এবং একজন আটক হয়েছে। অবশ্য, সরকারি বাহিনীর ক্ষয়ক্ষতির কোনো বিবরণ বিবৃতিতে দেয়া হয়নি।
গত কয়েক বছর ধরে আফিম চাষের সঙ্গে জড়িত হেলমান্দ প্রদেশে তালেবানের তৎপরতা অনেক বেড়েছে। খনিজ সমৃদ্ধ এ প্রদেশ থেকে ইউরেনিয়ামসহ নানা ধাতু পাচারে আমেরিকা জড়িত রয়েছে বলেও এর আগে নির্ভরযোগ্য সূত্র থেকে অভিযোগ উঠেছে।

অনলাইন আপডেট

আর্কাইভ