রবিবার ২৮ এপ্রিল ২০২৪
Online Edition

উবার নিষিদ্ধ না করতে লন্ডনে প্রায় ৫ লাখ মানুষের স্বাক্ষর

২৩ সেপ্টেম্বর, আই টিভি : লন্ডনে স্মার্টফোন অ্যাপ-ভিত্তিক ট্যাক্সি সার্ভিস নেটওয়ার্ক উবার এর লাইসেন্স বাতিল করায় প্রায় ৫লাখ মানুষ এই বিপক্ষে রায় দিয়েছে । ৩০ সেপ্টেম্বর থেকে উবারের কার্যক্রম বন্ধ করা হবে বলে নির্দেশ দিয়েছিল লন্ডন পরিবহন নিয়ন্ত্রক সংস্থা । নিরাপত্তা সংক্রান্ত ইস্যু ও দায়িত্বের দুর্বলতার জন্য উবারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আসার পর এই সিদ্ধান্ত নিয়েছিল ট্রান্সপোর্ট ফর লন্ডন। তবে উবারের লাইসেন্স পুনরায় বহাল করার জন্য অর্ধ মিলিয়ন মানুষ আর্জি জানিয়েছে। চেঞ্জওআরজি নামক ভোটিং ওয়েবসাইটে উবার বিষয়টি তুলে ধরা হলে এই রায় জানায় লন্ডনের জনসাধারণ। সাইটটিতে মোট স্বাক্ষর এসেছে ৪লাখ ২হাজার পাচঁশ ৩০টি। লন্ডনে উবার ব্যবহারকারির সংখ্যা প্রায় ৩৫ মিলিয়ন এবং সংস্থাটির সঙ্গে কর্মরত রয়েছে প্রায় ৪০ হাজার ড্রাইভার। লাইসেন্স বাতিল হলে কর্মসংস্থানের অভাবে আরো পিছিয়ে যাবে দেশটি। তাই লাইসেন্স বাতিল না করে সুবিধা ব্যবস্থার দিকে নজরদারি করতে আহ্বান জানিয়েছে সকলে।

অনলাইন আপডেট

আর্কাইভ