সোমবার ০৬ মে ২০২৪
Online Edition

অবসর ভেঙ্গে ফেরা নিয়ে বিব্রত ছিলেন মেসি

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে যাওয়ার পর আবার ফেরা নিয়ে বিব্রত ছিলেন বলে জানিয়েছেন বার্সেলোনা ও আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি। গত বছর কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে পেনাল্টি শুট-আউটে চিলির কাছে আর্জেন্টিনার হারের পর জাতীয় দলে আর না খেলার ঘোষণা দেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার মেসি। বার্সেলোনার হয়ে ক্লাব ফুটবলে সব শিরোপা একাধিকবার করে জিতলেও আর্জেন্টিনার জার্সিতে তেমন কোনো সাফল্য নেই মেসির। কোপা আমেরিকার সবশেষ আসর ছাড়াও মহাদেশীয় এই প্রতিযোগিতার ২০০৭ ও ২০১৫ আসরের ফাইনালেও হারে তার দল। ২০১৪ সালে জার্মানির কাছে হারতে হয় ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে। যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা শতবর্ষী আসরে ব্যর্থ হয়ে আর্জেন্টিনা দলে কোচের চাকরি হারান জেরার্দ মার্তিনো। নতুন কোচের দায়িত্বে আসেন এদগার্দো বাউসা। মেসিকে বুঝিয়ে আবারও জাতীয় দলে ফেরান তিনি। আর্জেন্টিনা দলে নিজের ফেরা প্রসঙ্গে মেসি বলেন, “কোনো কিছু না ভেবে আমি সিদ্ধান্তটি নিয়েছিলাম। কিন্তু আমি ফিরতে চাই, এটা বলতে বিব্রত ছিলাম আমি। এল পাতন (বাউসা) ও আমার সতীর্থরা আমার ফিরে আসার জন্য সবকিছু সহজ করে তুলেছিল।”

অনলাইন আপডেট

আর্কাইভ