সোমবার ০৬ মে ২০২৪
Online Edition

বগুড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে বাস খাদে ॥ নিহত ৪

বগুড়া অফিস: বগুড়া-রংপুর মহাসড়কে শিবগঞ্জ উপজেলার মোকামতলার বিহারপুরে পথচারীকে বাঁচাতে গিয়ে বাস খাদে পড়ে পথচারীসহ ৪ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। বুধবার ভোর সাড়ে ৫টায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, সিলেট থেকে কুড়িগ্রামগামী সাদ্দাম এন্টারপ্রাইজের বাসটি মোকামতলা থেকে এক কিলোমিটার উত্তরে বিহারপুর নামক স্থানে একজন পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পার্শ্বে গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। গাছটি বাসের মাঝ বরাবর ভেতরে ঢুকে গিয়ে হতাহতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৩ জন মারা যায় এবং গোবিন্দগঞ্জ উপজেলা হাসপাতালে আরো একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরো ১৫ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতরা হচ্ছেন পথচারী শিবগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের মৃত ভোলার ছেলে জোব্বার (৫৫)। রংপুরের গঙ্গাচড়া উপজেলার দক্ষিণ মৌবাসা গ্রামের মৃত বদিয়ার রহমানের স্ত্রী মনোয়ারা বেওয়া (৫৫), রংপুরের পীরগাছা উপজেলার বঙ্গরাম চন্দ্রের ছেলে রামকৃঞ্চ (৩৮) কুড়িগ্রামের উলিপুর উপজেলার দড়ি কিশোরপুর গ্রামের ফজলুল হকের ছেরে আশরাফুল আলম (৩৫)।  মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান জানান, নিহতদের লাশ গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে। বাসটি আটক করা হয়েছে তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।

অনলাইন আপডেট

আর্কাইভ