শুক্রবার ০৩ মে ২০২৪
Online Edition

জাতির ক্লান্তিকালে জামায়াত সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছে

খুলনা অফিস : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, জাতির যে কোন দুর্যোগ ও ক্লান্তিকালে জামায়াতে ইসলামী সীমিত সামর্থ নিয়েই বিপদগ্রস্ত ও দুর্গত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। কিন্তু তবুও গণমানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই আমরা আমাদের সীমিত সামর্থ নিয়ে শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। গণমানুষের মৌলিক সমস্যা সমাধানের দায়িত্ব সরকারের হলেও তারা জনগণের কল্যাণে কাজ না করে ক্ষমতা রক্ষায় অপকৌশলে ব্যস্ত। মূলত রাষ্ট্রীয় ব্যর্থতা ব্যক্তি ও সাংগঠনিক পর্যায়ে সমাধান করা কোন ভাবেই সম্ভব নয়। তাই এই ব্যবধান দূর করতে হলে সৎলোকের শাসন ও ন্যায়- ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কোন বিকল্প নেই। তিনি শীতার্ত ও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের দুর্দশা লাঘবে সরকার, দাতাসংস্থা, সমাজসেবা প্রতিষ্ঠান ও সমাজের বিত্তবানসহ সকল স্তরের জনশক্তিকে এগিয়ে আসার আহ্বান জানান। খুলনা সদর থানার উদ্যোগে গতকাল সোমবার গরিব, দুস্থ, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান। গতকাল সোমবার সকালে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা সদর থানা আমীর শেখ ওলিউর রহমান। মাওলানা আবুল কালাম আজাদ আরো বলেন, বাংলাদেশে এবারের শীতে কুয়াশার প্রকোপ অত্যাধিক পড়েছে ফলে কনকনে শীতের আবহাওয়ায় জনমানুষের দুর্ভোগও বেড়েছে। তীব্র শীতে স্থবির হয়ে পড়েছে চতুর্দিক। বৃদ্ধ নারী-পুরুষ শিশুসহ অসহায় মানুষ এই শীতে খুবই নাজুক পরিবেশে দিনাতিপাত করছে। শীতের পোশাক না থাকায় পাতলা এক টুকরো কাপড়ে কাঁপতে হচ্ছে দেশের অসহায় দরিদ্র মানুষগুলোকে। শীত অসহায় মানুষের জন্য কত দুর্ভোগ নিয়ে আসে তা সুবিধাবঞ্চিতদের দিকে তাঁকালেই বুঝতে পারা যায়। বাংলাদেশে প্রতি বছর শীতে মৃত্যুবরণ করে অনেক মানুষ। অথচ বর্তমান ক্ষমতাসীন সরকার শীতার্ত মানুষের কষ্ট লাঘবের জন্য যথার্থ উদ্যোগ গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। তিনি আরো বলেন, শীতের পোশাকের দাম বেশি হওয়ায় এবং অসহায় দরিদ্র মানুষের সামর্থ্য না থাকায় তাদেরকে শীতবস্ত্র ছাড়াই জীবনযাপন করতে হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, ক্ষমতাসীন সরকারের শুভ বুদ্ধির দ্বার খুলবে এবং শীতার্ত ও অসহায় দরিদ্র মানুষের কষ্ট নিবারণে যথার্থ প্রদক্ষেপ গ্রহণ করবে।

অনলাইন আপডেট

আর্কাইভ