রবিবার ০৫ মে ২০২৪
Online Edition

যশোরে বিএনপি নেতার মৃত্যু

চৌগাছা (যশোর) সংবাদদাতা : যশোর জেলা বিএনপির সহসভাপতি, মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যবসায়ী ইকরামুল কবির ওরফে ইকু চৌধুরী (৭০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার সকাল নয়টা সাত মিনিটে তিনি মারা যান। তিনি শহরের চাঁচড়া এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন। চাঁচড়া ডালমিল এলাকার বাসিন্দা যশোর জেলা মৎস্য চাষি ও হ্যাচারি মালিক সমিতির সভাপতি আলহাজ ফিরোজ খান জানান, আজ সকালে ইকু চৌধুরী শহরের চাঁচড়া ডালমিল এলাকার নিজস্ব বাসভবনে বাথরুমের মধ্যে গিয়ে মাথা ঘুরে পড়ে যান। পরিবারের লোকজন টের পেয়ে তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত ডাক্তাররা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ইকু চৌধুরী তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার দুই ছেলেকে সম্প্রতি পুলিশের রুজু করা কথিত বন্দুকযুদ্ধে হত্যার মামলায় আসামি করা হয়। আজ বাদ আসর চাঁচড়া ডালমিল জামে মসজিদে নামাযে জানাযা শেষে তাকে চাঁচড়া রাজবাড়ি কবরস্থানে দাফন করা হবে। জেলা বিএনপির প্রচার সম্পাদক আলহাজ আনিছুর রহমান মুকুল জানান, মরহুম ইকু চৌধুরী জীবদ্দশায় রাজনীতি ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি যশোর পৌরসভার সাবেক কমিশনার (বর্তমান পদ কাউন্সিলর), চাঁচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সীমান্ত বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক চাঁচড়া ডালমিল জামে মসজিদের সভাপতিসহ আরো বেশকিছু সংগঠনের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ছিলেন একজন সফল মাছ চাষি। যৌবনে দেশ স্বাধীনের জন্য মুক্তিযুদ্ধও করেছিলেন। প্রবীণ এই নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম ও সহসাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। পৃথক শোকবার্তায় তারা ইকু চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

অনলাইন আপডেট

আর্কাইভ