রবিবার ০৫ মে ২০২৪
Online Edition

শ্রীলঙ্কা এখন ম্যাচ জয়ের কথা ভাবছে : ডিকওয়েলা

স্পের্টস ডেস্ক : চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন শেষে বাংলাদেশ যে অবস্থানে রয়েছে তাতে হারের শঙ্কা রয়েছে। প্রথম ইনিংস শেষে ২০০ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে তিন উইকেট হারিয়ে ৮১ রান সংগ্রহ করে আজ দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা। গতকাল  সাজঘরে ফিরেছেন ইমরুল কায়েস, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। ম্যাচে শ্রীলঙ্কা এখন জয়ের কথা ভাবছে। গতকাল শনিবার দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এমনটিই জানালেন শ্রীলঙ্কা দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান নিরোশান ডিকওয়েলা। নিরোশান ডিকওয়েলা বলেছেন, ‘ম্যাচটিতে আমাদের জয় পাওয়ার সম্ভাবনা আছে। উইকেটে বল টার্ন করছে। 

আমরা ঠিক জায়গায় বল করছি। আজ  সকালে আমরা ভালোভাবে শুরু করতে চাই। গতকাল  মুশফিকুর রহিমের আউটের মাধ্যমে দিনের খেলা শেষ হয়। রঙ্গনা হেরাথের বল ফ্রন্ট ফুটে ডিফেন্স করেছিলেন মুশফিক। কিন্তু বলটি হালকা ব্যাটে লেগে সিলি পয়েন্ট হেলমেট পরে দাঁড়িয়ে থাকা ফিল্ডার কুসল মেন্ডিসের হাতে গিয়ে জমা পড়ে। মুশফিকুর রহিমের এই আউট নিয়ে নিরোশান ডিকওয়েলা বলেন, ‘উইকেট বাঁচাতে গিয়ে ও বল ডিফেন্ড করতে গিয়ে তারা ম্যাচে ব্যাকফুটে চলে গিয়েছে। আমি মনে করি, এই উইকেটে এভাবে ব্যাট করলে হবে না। বল টার্ন করছে। এমন উইকেটে ইতিবাচক ব্যাট করাটাই উত্তম।’ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নেমে সেঞ্চুরি করেছেন শ্রীলঙ্কার দলের ব্যাটসম্যান রোশেন সিলভা। ১০৯ রান করে আউট হন তিনি। তাকে নিয়ে ডিকওয়েলা বলেন, ‘রোশেন অভিজ্ঞ খেলোয়াড়। ঘরোয়া ক্রিকেটে তার অনেক রান আছে। সে ‘এ’ দলের হয়ে ও কাউন্টি ক্রিকেটে খেলেছে।আজ ৬২ রান করে আউট হন নিরোশান ডিকওয়েলা। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমি আবারও সেঞ্চুরি মিস করেছি। গত কয়েক ইনিংস ধরে আমার এমন হচ্ছে। আমি মনে করি, আমি ভালো ইনিংসই খেলেছি। আমাদের সতীর্থরা যেভাবে ব্যাট করেছে তা আমরা উপভোগ করেছি।’

অনলাইন আপডেট

আর্কাইভ