রবিবার ০৫ মে ২০২৪
Online Edition

সাকিবকে ছাড়িয়ে তাইজুল

স্পোর্টস ডেস্ক : টেস্টে এক ইনিংসে বাংলাদেশের বোলারের সবচেয়ে বেশি রান দেওয়ার অনাকাক্সিক্ষত রেকর্ড গড়েছেন চা বিরতির আগে। বিরতির পর এক ইনিংসে সবচেয়ে বেশি ওভার বোলিং করার রেকর্ডও গড়লেন তাইজুল ইসলাম। তাইজুল পেছনে ফেলেছেন সাকিব আল হাসানকে। ২০১০ সালে ঢাকায় ইংল্যান্ডের বিপক্ষে ৬৬ ওভার বোলিং করেছিলেন সাকিব। ২৭ ওভার মেডেনে উইকেট নিয়েছিলেন ৪টি। ৬৬ ওভার বোলিং করলেও রান দেওয়ায় সাকিব ছিলেন কিপটে। ১.৮৭ ইকোনমি রেটে মাত্র ১২৪ রান খরচ করেন সাকিব।চা-বিরতির পর প্রথম ওভারেই তাইজুল ইসলামের বলে বোল্ড হন শ্রীলঙ্কার সুরঙ্গা লাকমাল। কিন্তু এই ওভারের মধ্য দিয়ে সবার ওপরে বাঁহাতি এই স্পিনার নিজের নাম লেখান। এর আগে তাইজুল এক ইনিংসে সর্বোচ্চ রান খরচ করার রেকর্ডে নিজের নাম লেখান। এক ইনিংসে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ডটি ছিল যৌথভাবে মোহাম্মদ রফিক ও সোহাগ গাজীর।

 

অনলাইন আপডেট

আর্কাইভ