বৃহস্পতিবার ০২ মে ২০২৪
Online Edition

এজিয়ান সাগরে শরণার্থীবাহী নৌকাডুবিতে নিহত ১৬

১৮ মার্চ, রয়টার্স : এজিয়ান সাগরে শরণার্থীদের বহনকারী নৌকাডুবিতে শিশুসহ ১৬ জন নিহত হয়েছেন। গত শনিবার গ্রিসের আগাফোনিসি দ্বীপের কাছে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। গ্রিসের কোস্ট গার্ডের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজভিত্তিক সংবাদমাধ্যম।

কোস্ট গার্ডের একজন কর্মকর্তা জানান, দুর্ঘটনাকবলিত নৌকাটির তিন আরোহীকে উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন অন্তত চারজন। তাদের খোঁজে উদ্ধার অভিযান পরিচালনা করছে গ্রিসের কোস্ট গার্ড।

শরণার্থীবাহী ছোট নৌকাটিতে আনুমানিক ২২ জনের মতো আরোহী ছিলেন।

এ নিয়ে চলতি বছর ইউরোপের আশায় সাগর পাড়ি দিতে গিয়ে নৌকাডুবিতে প্রাণ হারিয়েছেন অন্তত ২৫৬ জন। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে ২০১৭ সালে প্রায় তিন হাজার অভিবাসীর মৃত্যু হয়েছে। এই রুটকে শরণার্থীদের জন্য সবচেয়ে বিপদজনক পথ মনে করা হয়। ২০০০ সালের পর থেকে থেকে এখন পর্যন্ত ৩৪ হাজার অভিবাসী এই পথে ডুবে মারা গেছেন কিংবা নিখোঁজ রয়েছেন।

অনলাইন আপডেট

আর্কাইভ