রবিবার ২৮ এপ্রিল ২০২৪
Online Edition

এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ আজ ভারত

স্পোর্টস রিপোর্টার : এশিয়া কাপে আজ মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ শক্তিশালী ভারত। শক্তিশালী ভারতের বিরুদ্ধে ম্যাচ দিয়েই এশিয়া কাপের মিশন শুরু করবে বাংলাদেশ। ভারত এশিয়া কাপের বর্তমান রানার্স আপ। চ্যাম্পিয়ন শ্রীলংকা। ফলে রানার্স আপদের বিরুদ্ধেই বাংলাদেশের প্রথম ম্যাচ। এবার এশিয়া কাপে অংশ নিচ্ছে ৪টি দেশ। ভারত, শ্রীলংকা, পাকিস্তান আর বাংলাদেশ। চারটি দেশের মধ্যে বাংলাদেশই কম শক্তির দল। বাকি তিনটি দল আছে সমপর্যায়ে। যদিও পরিসংখ্যানে পিছিয়ে আছে পাকিস্তান। কারণ গত ৯টি এশিয়া কাপ আসরে পাকিস্তান মাত্র একবার শিরোপা জয় করেছে। ভারত আর শ্রীলংকা জয় করেছে চার বার করে। আর শিরোপা ছাড়া আছে বাংলাদেশ। ফলে এই এশিয়া কাপ আসরটি ভারত আর শ্রীলংকার মধ্যে এগিয়ে যাওয়ার লড়াই। এই দু'দলের মধ্যে যে দলটি এবার এশিয়া কাপ জিতবে সেই দলটিই হবে এশিয়া কাপের সেরা দল। ভারত, শ্রীলংকা আর পাকিস্তান এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য মাঠে নামলেও বাংলাদেশের টার্গেট ভিন্ন। বাংলাদেশ শিরোপা জয়ের জন্য মাঠে নামবে না। বাংলাদেশ মাঠে নামবে তিনটি ম্যাচের মধ্যে যে কোন একটি ম্যাচে জয় পাওয়ার জন্য। সে জয়টি হোক ভারত, শ্রীলংকা বা পাকিস্তানের বিরুদ্ধে। আজ প্রথম ম্যাচ ভারতের বিরুদ্ধে হলেও টার্গেট থেকে মোটেও সরছে না বাংলাদেশ। জয়ের টার্গেট নিয়েই মাঠে নামবে সাকিব বাহিনী। ভারত শক্তি আর পরিসংখ্যানে এগিয়ে থাকলেও ম্যাচে জয়ের রেকর্ড আছে সাকিবদের। তাই ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচেই জয় চায় বাংলাদেশ। ডাম্বুলায় ম্যাচটি শুরু হবে দুপুর তিনটায়। নিও টিভি ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

অনলাইন আপডেট

আর্কাইভ