শুক্রবার ০৩ মে ২০২৪
Online Edition

সাপাহারে নারীদের মাঝে বিনা মূল্যে সেলাই মেশিন ও সনদপত্র বিতরণ

সাপাহার (নওগাঁ) সংবাদদাতা : সমাজে অবহেলিত নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে নওগাঁর সাপাহারে বে-সরকারী সংগঠন আলোহা সোস্যাল সার্ভিসেস বাংলাদেশ এর উদ্যোগে এলাকার অসহায় ১০জন নারীকে তিন মাস প্রশিক্ষন শেষে বিনা মূলে একটি করে সেলাই মেশিন ও সনদপত্র বিতরণ করা হয়েছে। 

গত সোমবার বেলা ১২ ঘটিকার সময় আলোহা সোস্যাল সার্ভিসেস বাংলাদেশ অফিস কার্যালয়ে সংস্থার নির্বাহী পরিচালক মিনারা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা কল্যান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই নারীদের মাঝে উক্ত সেলাই মেশিন ও সনদপত্র বিতরণ করেন। অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি অফিসার এএফএম গোলাম ফারুক হোসেন, সাপাহার প্রেস ক্লাবের সাবেক সভাপতি তছলিম উদ্দীন, সংস্থার মনিটরিং অফিসার ফারুক ইসলাম, সহ সমন্বয়কারী শ্রীমতি জয়ন্তী রানী ও প্রশিক্ষক নিলুফার ইয়াসমিন কণা প্রমুখ বক্তব্য প্রদান করেন। বক্তব্য শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীদের হাতে বিনা মূল্যে একটি করে সেলাই মেশিন ও সনদপত্র প্রদান করা হয়। 

অনলাইন আপডেট

আর্কাইভ