রবিবার ২৮ এপ্রিল ২০২৪
Online Edition

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ওয়েবসাইট বন্ধের নির্দেশ

স্টাফ রিপোর্টার: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইট বন্ধের ‘নির্দেশ’ দিয়েছে বিটিআরসি। গতকাল সোমবার বিকেলে মোবাইল ফোন ও আইআইজি অপারেটরগুলোকে এই নির্দেশ দেয়া হয়। বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক তৌসিফ শাহরিয়ারের পাঠানো এক ই-মেইলে এই নির্দেশ দেয়া হয়। তবে এতে কোনো কারণ বলা হয়নি। ইমেইলে বলা হয়, কমিশনের সিদ্ধান্তে নিচের লিংকগুলো এখনই ব্লক করার নির্দেশনা দেয়া হয়। তাতে https://www.bdnews24.com/ এবং https://m.bdnews24.com/ লিংক দুটো বন্ধ করতে বলা হয়েছে। এই বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির কোনো বক্তব্য পাওয়া যায়নি। সরকারি কোনো ভাষ্যও তাৎক্ষণিকভাবে মেলেনি।
অনলাইন নিউজ পোর্টাল বিডি নিউজ ২৪ বন্ধের নির্দেশের বিষয়ে মন্ত্রণালয় কিছু জানে না বলে জানিয়েছেন, ডাক টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। গতকাল টেলিফোনে তিনি বলেন, অনলাইনটি বন্ধের বিষয়ে মন্ত্রণালয় কোন নির্দেশ দেয়নি। এটি বন্ধে প্রধানমন্ত্রীর কার্যালয় বা অন্যকোন জায়গার নির্দেশে এটি বন্ধ করা হতে পারে। বিটিআরসির ভাইস চেয়ারম্যান জহুরুল হক বলেন, আমরা উপরের নির্দেশে এটি বন্ধ করেছি। উপর কারা এ সম্পর্কে তিনি কিছু বলেননি।

অনলাইন আপডেট

আর্কাইভ