মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪
Online Edition

এক লাখ ডলার জরিমানা আর্জেন্টিনার

খেলা ডেস্ক : সমর্থকদের মন্তব্যে জরিমানা করা হয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে। ক্রোয়েশিয়ার ম্যাচটি আর্জেন্টাইনদের বিপদে ফেলছে। একে তো খেলোয়াড়দের বাজে পারফরম্যান্সে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার শঙ্কা উঁকি দিয়েছে, এখন আবার আর্জেন্টাইন-সমর্থকদের অশোভন আচরণে জরিমানা গুনতে হচ্ছে এএফএকে।ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনা যখন একের পর এক গোল হজম করে যাচ্ছিল, আর্জেন্টিনার সমর্থকেরা নিজেদের আর শান্ত রাখতে পারেন নি। মাঠের খেলায় সুবিধা করে উঠতে না পারলেও ক্রোয়েশিয়ার সমর্থকদের ওপর ঝাল ঝাড়তে কোনো সমস্যা হয়নি তাঁদের। একের পর এক অশোভন সব শব্দে বিশেষায়িত করেছেন। সমস্যা হচ্ছে, ক্রোয়াট-সমর্থকদের কপালে জোটা এসব শব্দের মাঝে সমকামীদের উদ্দেশে বিদ্বেষপূর্ণ গালাগালও ছিল। জাতিগত কিংবা অন্য যেকোনো বিদ্বেষপূর্ণ আচরণের ক্ষেত্রেই ফিফা এখন কড়া শাস্তি দেয়। আর্জেন্টাইন-সমর্থকদের এমন অশোভন মন্তব্যে মাশুল গুনতে হচ্ছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনকে। ফিফা গত সোমবার এএফএকে জানিয়েছে, সমর্থকদের এমন আচরণের জন্য ১ লাখ ৫ হাজার ডলার জরিমানা দিতে হবে তাদের। এবার বিশ্বকাপে একই কারণে ১০ হাজার ডলার জরিমানা করা হয় মেক্সিকান ফুটবল ফেডারেশনকে। জার্মান-মেক্সিকো ম্যাচে মেক্সিকান দর্শকেরাও জার্মানদের উদ্দেশে নানান অশোভন মন্তব্য ছুড়ে দিয়েছিলেন।

অনলাইন আপডেট

আর্কাইভ