মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪
Online Edition

গাজীপুর সিটির দ্বিতীয় মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম

গাজীপুর থেকে মোঃ রেজাউল বারী বাবুলঃ গাজীপুর সিটি করপোরেশনের দ্বিতীয় মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম।
বুধবার দুপুরে গাজীপুর জেলা শহরের বঙ্গতাজ অডিটোয়িামে স্থাপিত সিটি নির্বাচনের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বেসরকারি এ ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন ম-ল।
নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলম তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির হাসান সরকারের চেয়ে দ্বিগুণেরও বেশি ভোট পেয়েছেন।
সিটি করপোরেশনের ৪২৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৪১৬টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম (নৌকা) পেয়েছেন ৪ লাখ ১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকার (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৬শ’ ১১ ভোট। ভোটের ব্যবধান ২ লাখ ২ হাজার ৩শ’ ৯৯ ভোট।
 রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন ম-ল বলেন, ‘যেহেতু নয়টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা মাত্র ২৩ হাজার, কিন্তু মেয়র পদে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত প্রার্থীর ভোট সংখ্যা তার নিকটতম প্রার্থীর চেয়ে ২ লাখেরও বেশি, তাই নৌকা মার্কায় জাহাঙ্গীর আলমকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করায় কোনো বাধা নেই।’
সিটিতে মোট ভোটার ১১ লাখ ৩৭ হাজার ৭৩৭ জন। এর মধ্যে প্রদত্ত ভোট ৬ লাখ ৪৮ হাজার ৭৪৯ ভোট। ভোট বাতিল হয়েছে ১৮ হাজার ৬৩৮টি। বৈধ ভোট ৬ লাখ ৩০ হাজার ১১১। নির্বাচনে ৫৭ দশমিক শূন্য দুই ভাগ ভোটার তাদের ভোট প্রদান করেছেন। তবে এবারের নির্বাচনে ৫ লাখ ৩০ হাজার ১২৫জন ভোটার তাদের ভোট দেননি।
নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নাসির উদ্দিন (হাতপাখা) ২৬ হাজার ৩৮১ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।
এ ছাড়া কমিউনিস্ট পার্টির কাজী মো. রুহুল আমীন (কাস্তে) পেয়েছেন ৯৭৩ ভোট, ইসলামী ঐক্যজোটের ফজলুর রহমান (মিনার) ১৬৫৯ ভোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. জালাল উদ্দীন (মোমবাতি) ১৮৬০ ভোট, স্বতন্ত্র প্রার্থী ফরিদ আহমদ (টেবিলঘড়ি) ১৬১৭ ভোট পেয়েছেন।

গাজীপুর সিটিতে কাউন্সিলর পদে আওয়ামী লীগের ৩৭, বিএনপি ১২, জাতীয় পার্টি ২
ও স্বতন্ত্র ১ প্রার্থী জয়ীঃ
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মঙ্গলবার ভোটগ্রহণ শেষে বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনের রিটার্নিং অফিসার ও ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। তিনি বেসরকারিভাবে নির্বাচিত মেয়র  মোঃ জাহাঙ্গীর আলমের হাতে ফলাফলের সিট তুলে দেন। পরে তিনি সংরক্ষিত মহিলা ওয়ার্ড ও সাধারণ সদস্য ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলরের নাম ঘোষণা করেন। গাজীপুর সিটিতে কাউন্সিলর পদে আওয়ামী লীগের ৩৭, বিএনপি ১২, জাতীয় পার্টি ২ ও স্বতন্ত্র ১ প্রার্থী জয়লাভ করেছেন। বিজয়ীদের মধ্যে ৩৩ জন হলো নতুন মুখ। বাকি ২৩ জনই হলেন পুরাতন।  অপরদিকে ১৯টি সংরক্ষিত নারী আসনে ১০জনই হলেন নতুন কাউন্সিলর।

অনলাইন আপডেট

আর্কাইভ