মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪
Online Edition

দিঘলিয়ার মোটরসাইকেল চালক হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন

খুলনা অফিস : খুলনার দিঘলিয়া থানাধীন রাধা-মাধবপুর গ্রামের মোটরসাইকেল চালক আনিছ শেখ (২৪) হত্যা মামলার তিন আসামির প্রত্যেককে ৩০২ ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরো ২ মাসের সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। সাথে সাথে ৩৭৯ ও ৪১১ ধারায় প্রত্যেককে ২ বছর করে সশ্রম কারাদন্ড, ২ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক মাসের সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার খুলনা বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক এস এম আব্দুস ছালাম এ রায় ঘোষণা করেছেন। 

যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা আসামিরা হলেন-তেরখাদা উপজেলার হাজীগ্রামের কালাম শেখের ছেলে ইমামুল শেখ ওরফে ইনামুল শেখ (২৫), লাখোহাটী গ্রামের মো. হামিদ মুন্সির ছেলে মো. তৌহিদুল মুন্সি (২২) ও একই গ্রামের আমজাদ শেখের ছেলে সাদ্দাম হোসেন শেখ (২০)। রায় ঘোষণাকালে উভয় আসামি পলাতক রয়েছে।  আদালতের বেঞ্চ সহকারী মো. ইয়াসিন আলী নথির বরাত দিয়ে জানান, ২০০৭ সালের ৫ ডিসেম্বর বিকেল ৫টার দিকে দিঘলিয়া থানাধীন রাধা-মাধবপুর গ্রামের জহর শেখের ছেলে মোটরসাইকেল চালক আনিছ শেখ ভাড়ায় লোক নেয়ার উদ্দেশ্যে কামারগাতি বাজার হতে দৌলতপুর খেয়াঘাটে আসে। তার পর থেকে আনিছের কোন খোঁজ পাওয়া যায়নি। পরের দিন অর্থাৎ ৫ ডিসেম্বর সকাল ৭টার দিকে মাঝিরগাতি বিলের ভিতর থেকে আনিছ শেখের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আনিছ শেখের ভাই আলাল শেখ বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে দিঘলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। যার নং-০২। মামলার তদন্ত শেষে ২০০৮ সালের ১৮ মার্চ তদন্ত কর্মকর্তা এসআই মো. ফজলুল করিম আদালতে ৩ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ