বুধবার ০১ মে ২০২৪
Online Edition

আইসল্যান্ড কোচের পদত্যাগ

সদ্য সমাপ্ত ফুটবল বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে আইসল্যান্ড। জিততে পারেনি কোন ম্যাচেই। তবু তাদের বিশ্বকাপে অংশগ্রহণই ছিল একটি ইতিহাস। বিশ্বের সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে বিশ্বকাপে খেলার ইতিহাস। এই ইতিহাস গড়ার যে মূল কারিগর ছিলেন সেই কোচ হেমির হালরিমসন আর আইসল্যান্ডের ফুটবল দলের কোচ হিসেবে থাকছেন না। বিশ্বকাপ শেষে নিজেই জাতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। এ খবর নিশ্চিত করেছে আইসল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন। আনুষ্ঠানিক এক টুইট বার্তায় আইসল্যান্ডের ফুটবল ফেডারেশন লিখেছে, ‘আইসল্যান্ডের ফুটবল এসোসিয়েশন নিশ্চিত করছে যে হেমির হালরিমসন আর জাতীয় ফুটবল দলের কোচ থাকছেন না। তিনি নিজেই অনুরোধ করে ৭ বছর ধরে পালন করা এই দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন।’  গোলডটকম

অনলাইন আপডেট

আর্কাইভ