বৃহস্পতিবার ০২ মে ২০২৪
Online Edition

এশিয়াডে বাংলাদেশের পতাকা বহন করবেন মাবিয়া আক্তার

স্পোর্টস রিপোর্টার: আন্তর্জাতিক গেমসে অন্য রকম এক রোমাঞ্চ পেতে যাচ্ছেন মাবিয়া আক্তার সীমান্ত, যেটা আগে কখনও পাননি। আগের বিভিন্ন আন্তর্জাতিক আসরের মার্চ পাস্টে সাধারণ অ্যাথলেট হিসেবে অংশ নিলেও এবার তিনি দেবেন ‘নেতৃত্ব’। সপ্তাহখানেক পর এশিয়ান গেমসের মার্চ পাস্টে বাংলাদেশের পতাকা হাতে সবার সামনে থাকবেন এসএ গেমসের স্বর্ন জয়ী এই ভারোত্তোলক।

ইন্দোনেশিয়ার জাকার্তা-পালেম্বাংয়ে এবারের এশিয়ান গেমসের আসর বসছে। ১৮ আগস্ট থেকে ২ সেপ্টেম্বরের এই প্রতিযোগিতার মার্চ পাস্টে বাংলাদেশের পতাকা বাহক মাবিয়া। এই দায়িত্ব পেয়ে দারুন খুশী স্বর্ণ জয়ী এই ভারোত্তোলক, ‘এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। এশিয়াডে এখন দুটি দায়িত্ব পালন করতে হবে। প্রথম হলো- দেশের পতাকার ভার বহন করতে হবে। আরেকটা হলো, নিজের ইভেন্টে আগের চেয়ে ভালো পারফরম্যান্স করতে হবে যার বিকল্প নেই।’

গত এপ্রিলে অস্ট্রেলিয়ার কমনওয়েলথ গেমসে ৬৩ কেজি ওজন শ্রেণিতে ব্যক্তিগত রেকর্ড গড়ে ষষ্ঠ হয়েছিলেন মাবিয়া। এবার আগের চেয়ে বেশি ওজন তুলে এশিয়াডে ভালো করার লক্ষ্য তার, ‘অস্ট্রেলিয়াতে যে ওজন তুলেছিলাম, এবার ইন্দোনেশিয়াতে তার চেয়ে বেশি ভারোত্তোলন করতে চাই।’

অনলাইন আপডেট

আর্কাইভ