সোমবার ২৯ এপ্রিল ২০২৪
Online Edition

কোহলির পরিবর্তে অধিনায়ক ভিলিয়ার্স 

চলতি বছরের মে মাসে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দেন এবি ডি ভিলিয়ার্স। জাতীয় দলে না খেললেও বিভিন্ন ফ্রাঞ্চাইজিভিত্তিক দলে খেলবেন কি না সেটা তিনি জানাননি। তবে, ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, আসন্ন আইপিএলের আসরে ভিলিয়ার্সকে আবারো দেখা যাবে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে। শুধু খেলোয়াড় হিসেবেই নয়, ভিলিয়ার্সকে আনা হচ্ছে অধিনায়ক করেই। তাতে সরিয়ে দেয়া হচ্ছে বিরাট কোহলিকে। ২০০৮ সাল থেকেই আইপিএলের আসরে নিয়মিত মুখ ভিলিয়ার্স। প্রথমে খেলেছিলেন দিল্লি ডেয়ারডেভিলসে। ২০১১ সালে যোগ দেন বেঙ্গালুরুতে। কোহলির অধীনেই খেলেছেন পরের আসরগুলোতে। তবে, কোহলির ব্যর্থতায় এবার ভিলিয়ার্সের হাতে তুলে দেয়া হচ্ছে অধিনায়কত্বের আর্মব্যান্ড। বেঙ্গালুরুর চেয়ারম্যান সঞ্জীব চুরিয়ালা জানিয়েছেন, আগামী আসরে বেঙ্গালুরুর জার্সিতে থাকবেন ভিলিয়ার্স। তার সঙ্গে আমাদের কথাবার্তা অনেক দূর এগিয়েছে। ইন্টারনেট।

অনলাইন আপডেট

আর্কাইভ