বুধবার ০১ মে ২০২৪
Online Edition

ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করতে হবে -হাসান সরকার

গাজীপুর সংবাদদাতা : বিএনপির কেন্দ্রীয় নেতা গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, সকল হিংসা-বিদ্বেষ পরিহার করে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে আন্দোলন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনতে হবে।
তিনি সোমবার বিকেলে টঙ্গীতে জয়দেবপুর মেট্রো থানা বিএনপির কমিটি গঠন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব সোহরাব উদ্দিনের সঞ্চালনায় একই সভায় বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. মাজহারুল আলম বলেন, খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের কান্ডারি। গণতন্ত্র পুন:প্রতিষ্ঠায় খালেদা জিয়ার মুক্তির বিকল্প নেই। সভায় জয়দেবপুর মেট্রো থানা বিএনপির পক্ষ থেকে আরো বক্তব্য রাখেন এ্যাডভোকেড মঞ্জুর মোর্শেদ প্রিন্স, এ্যাডভোকেড মেহেদী হাসান এলিস, ভিপি জয়নাল আবেদীন তালুকদার, আব্দুস সালাম, আশরাফ হোসেন টুলু, মুক্তিযোদ্ধা এসকে জবিউল্লাহ, কাউন্সিলর মজিবুর রহমান সরকার, জিএস নাসিমুল ইসলাম মনির, খান জাহিদুল ইসলাম, সাবেক কাউন্সিলর খায়রুল আলম, শাহাদাত হোসেন শাহিন, অ্যাডভোকেড জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন সরকার, আব্দুর রশিদ, আব্দুল আউয়াল, আহাদ ভাওয়ালী, মুকুল সরকার, আব্দুল মোতালিব, নূর মোহাম্মদ, আসাদুজ্জামান সোহেল, আমজাদ নেওয়াজ, মেহেদী মোশারফ, দীপা চৌধুরী, রায়হান আল মাহমুদ রানা প্রমুখ। বক্তারা হাসান উদ্দিন সরকার ও সোহরাব উদ্দিনকে গাজীপুর মহানগর বিএনপির দায়িত্ব দেওয়ায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে তাদের দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামী দিনে মহানগরে যেসব কমিটি হবে তা যেন শুধু গাজীপুরেই নয়; বরং সারা দেশে অনুসরণীয় হয় এমন প্রত্যাশা ব্যক্ত করেন। সকল বক্তাই বেগম খালেদা জিয়ার মুক্তি সংগ্রামের যে কোনো কর্মসূচি বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা মীর হালিমুজ্জামান ননী, আফজাল হোসেন কায়সার, আহমেদ আলী রুশদী, কাজী মাহবুব উল হক গোলাপ, শওকত হোসেন সরকার, মাহবুবুল আলম শুক্কুর, সৈয়দ হাসান সোহেল, অধ্যাপক নজরুল ইসলাম, সাংবাদিক দেলোয়ার হোসেন, কাউন্সিলর তানভীর আহমেদ, মহিলা কাউন্সিলর খন্দকার নুরুন্নাহার, মহিলাদলের নেত্রী আনোয়ারা বেগম, সাবেক কাউন্সিলর মাহবুবুর রশিদ খান শিপু, সাইফুল ইসলাম টুটুল, মোফাজ্জল চেয়ারম্যান, এ্যাডভোকেট মিলন উদ্দিন ভূইয়া, এ্যাডভোকেট শরীফ, অ্যাডভোকেড নাছির উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা সভায় উপস্থিত ছিলেন।

অনলাইন আপডেট

আর্কাইভ