সোমবার ২৯ এপ্রিল ২০২৪
Online Edition

ভেন্যু বাড়ছে পেশাদার লীগের  

স্পোর্টস রিপোর্টার: বাংলাদেশ পেশাদার ফুটবল লীগের আরও একটি ভেন্যু বাড়লো। গতকাল শনিবার পেশাদার লিগ কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ফলে সব মিলে সাতটি ভেন্যুতে খেলা হবে এবারের প্রিমিয়ার লিগে। ভেন্যুর তালিকায় যুক্ত হয়েছে ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়াম। মূলত এই ভেন্যুটি শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হোম ভেন্যু। যদিও বলা হচ্ছে ফেডারেশন কাপের পর হবে প্রিমিয়ার লিগের খেলা। তবে ঠিক কবে থেকে লিগ শুরু হবে, সে সম্পর্কে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বাফুফে। পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী বলেন, ‘আমরা চেয়েছিলাম পেশাদার লিগ পাঁচটি ভেন্যুতে আয়োজন করতে। কিন্তু ক্লাবগুলোর আবেদনের মুখে সাতটি ভেন্যু করেছি। ক্লাবগুলোই যেহেতু ঢাকার বাইরে খেলতে আগ্রহ দেখাচ্ছে, সেখানে ম্যাচ আয়োজন করবে ক্লাবগুলো। তাই আমরাও সম্মতি দিয়েছি। কারণ আমরা চাই ফুটবলটা সারা দেশে ছড়িয়ে পড়–ক। ঢাকার বাইরে যেহেতু দর্শক আসে। টিকিট মানির বড় অংশ পাবে ক্লাবগুলো। সব দিক বিবেচনা করেই ভেন্যু বাড়ানো হয়েছে।’

 

অনলাইন আপডেট

আর্কাইভ