রবিবার ০৫ মে ২০২৪
Online Edition

যথাসময়ে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে -স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার : সংবিধান অনুযায়ী যথাসময়ে দেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। গতকাল মঙ্গলবার রাজধানীর পশ্চিম রাজাবাজারের নাজনীন উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এককর্মী সভায় তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান খাঁন কামাল, দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। যথাসময়ে এ নির্বাচন হবে। সংবিধানে যেভাবে রয়েছে সেভাবেই নির্বাচন হবে। নির্বাচন কমিশন তৈরি রয়েছে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করার জন্য। তিনি বলেন, আওয়ামী লীগের জনপ্রিয়তা দেশে এখন শীর্ষ পর্যায়ে আছে। সে কারণেই মানুষের ঢল নামে যেখানে যায়। দেশের প্রতিটি এলাকায় এ অবস্থা দেখা যায়।
শেখ হাসিনা বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশের নেতারা আমাকে বলেছেন যে, তোমার নেত্রীর সাফল্যের মূল কারণটা কি? আমি তাদের বলি উনি দেশকে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন। তাই তিনি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে দেশকে সাজাচ্ছেন।
আগামী নির্বাচনে এ দেশের মানুষ আবারও শেখ হাসিনাকে জয়যুক্ত করবে। মানুষ কোনো ভুল করবে না বলেও আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

অনলাইন আপডেট

আর্কাইভ