সোমবার ২৯ এপ্রিল ২০২৪
Online Edition

ফুলবাড়ী রেলক্রসিংয়ের দুই ধারের রেলওয়ের জায়গা দখল

ফুলবাড়ী সংবাদদাতা : ফুলবাড়ী রেলক্রসিং-এর দুই ধারের রেলওয়ের জায়গা বেদখল হয়ে গেছে। ফলে বিভিন্ন যানবাহন পারাপারে দুর্ঘটনা ঘটার আশংঙ্কা। দিনাজপুরের ফুলবাড়ী রেলওয়ে স্টেশন থেকে উত্তরে মাত্র ৩ হাজার ফিট দূরে রয়েছে গুরুত্বপূর্ণ রেলক্রসিংটি। সেখানে গেটম্যান থাকলেও দুর্ঘটনা হওয়ার আশংঙ্কা রয়েছে। এই ক্রোসিং দিয়ে প্রতিদিন শত শত যানবাহন রংপুর, মধ্যপাড়া, স্বপ্নপুরী ও বড়পুকুরিয়া হয়ে পার্বতীপুর যাতায়াত করে। কিন্তু ফুলবাড়ী রেলক্রসিং ও বড়পুকুরিয়া কয়লা খনি রেলক্রসিং দুটিতে গেটম্যান থাকলেও তারা কতটুক দায়িত্ব পালন করছে তা তদারক করার কেউ নেই। ফলে রেলক্রসিং দুটি অরোক্ষীত রয়েছে। দুটি রেলক্রসিং এলাকায় রেলক্রসিং থেকে মিনিমাম ১ শত ফিট দূরত্বে পাকা দালান কোঠা করার নিয়ম থাকলেও রেলওয়ে ভূমি প্রশাসন থেকে জমি লিজ নিয়ে দখলদারেরা ইচ্ছা মত পাকা দালান কোঠা নির্মাণ করে ব্যবসা বাণিজ্য করছে। কোন দুর্ঘটনা ঘটলে রেলক্রসিং সংলঙ্ঘ এলাকায় নির্মাণকৃত দোকানপাট ও যানবাহনের ক্ষতি সাধন হবে এমনকি জীবনহানীও ঘটতে পারে। সেদিকে কেউ লক্ষ্য না রেখে অনেকে তার ইচ্ছামত ঘর নির্মান করেছে। অপর দিকে যানবাহন গুলো চলাচল করছে একে অপরকে ক্রোসিং করতে পারছে না দুই ধারের জায়গায় দোকানপাট গড়ে তোলার কারণে। পাশে কোন জায়গা নেই যে যানবাহনগুলো চলাচল করবে। অনেক সময় ট্রেন চলে এলে পূর্ব এবং পশ্চিমে রেলক্রসিং এর দুই দিকে যানজটের সৃষ্টি হয়। গত ২০১৭ সালে বড়পুকুরিয়া রেলক্রসিং এলাকায় পর পর দুই বার দুর্ঘটনা ঘটে। এতে একজন নিহত হন ও একজন মারাত্মক আহত হন। সেখানেও রেলক্রসিং এর দুই ধারে রেলওয়ের জায়গা লিজ নিয়ে পাকা দালানকোঠা নির্মাণ করে ব্যবসা করছেন লোকজন। বাংলাদেশ রেলওয়ের পশ্চিম অঞ্চল ভূমি বিভাগ এ বিষয়ে কোনো পদক্ষেপ না নিয়ে তারা ইচ্ছামত রেলওয়ের জায়গা লিজ দিচ্ছেন। এ ব্যাপারে এলাকাবাসী তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে রেলক্রসিংগুলোকে নিরাপত্তায় রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য রেলওয়ে মন্ত্রীর আসু হস্তক্ষেপ কামনা করেছেন।

অনলাইন আপডেট

আর্কাইভ