শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

পিরোজপুর-১ আসনে ২০ দলের প্রার্থী আলহাজ্ব শামীম সাঈদী আওয়ামী লীগের শ.ম রেজাউল করিম

পিরোজপুর সংবাদদাতা : পিরোজপুর জেলার পিরোজপুর-১ আসনে (নাজিরপুর, পিরোজপুর সদর ও নেছারাবাদ উপজেলা নিয়ে গঠিত) ২০ দলের প্রার্থী প্রখ্যাত মুফাসসিরে কুরআন ও বিশ্বের অগনন মানুষের হৃদয়ের স্পন্দন দু’বার নির্বাচিত সংসদ সদস্য আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র আলহাজ্ব শামীম বিন সাঈদীর মনোনয়ন চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক ছাত্রনেতা আাওয়ামী লীগের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শ.ম রেজাউল করিম মনোনয়ন দৌড়ে বিজয়ী হয়েছেন।
আজ বুধবার উভয়েই রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করবেন বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার শ ম রেজাউল করিম টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। এদিকে আলহাজ্ব শামীম সাঈদী একজন সমাজ সেবক। তিনি খুলনা সিদ্দিকীয়া কামিল মাদরাসার চেয়ারম্যান এবং পিরোজপুর আল্লামা সাঈদী ফাউন্ডেশনের সভাপতি। তিনি বহু স্কুল, মাদরাসা, কলেজ, প্রাইভেট হাসপাতাল উন্নয়ের সাথে জড়িত। তার পিতা আল্লামা সাঈদী ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নের জন্য পাঁচশত কোটি টাকার কাজ করেছেন। আলহাজ্ব শামীম সাঈদীর মনোনয়ন চূড়ান্ত হওয়ায় এলাকায় সাধারণ ভোটারদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। পিরোজপুর-১ আসনে মোট ভোটার ৪ লাখ ১৫ হাজার ১৭ জন। তার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮ হাজার ৬৫২ জন এবং নারী ভোটার ২ লাখ  ৬ হাজার ৩৬৫ জন। ভোট ভোটকেন্দ্র ১৬৯টি।

অনলাইন আপডেট

আর্কাইভ