রবিবার ২৮ এপ্রিল ২০২৪
Online Edition

সাত বছর বয়সী আর্চিই অস্ট্রেলিয়ার অধিনায়ক

আর্চি শিলার। বয়স মাত্র ৭ বছর। এই ছোট্ট আর্চির স্বপ্ন নিজ দেশ অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের অধিনায়ক হওয়া। অবশেষে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে তার। ছোট্ট আর্চিকেই বক্সিং ডে’র টেস্টে অস্ট্রেলিয়ার অধিনায়ক ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আর দশ জন সাধারণ শিশুর মতো জীবন নয় আর্চির। এই বয়সেই ১২ বার অস্ত্রোপচার হয়েছে তার। যার মধ্যে ৬ বারই হয়েছে ওপেন হার্ট সার্জারি।  হৃৎপি-ের অসুখে ভোগ আর্চি তারপরও স্বপ্ন দেখতেন ক্রিকেট খেলার। অধিনায়ক হওয়ার জাতীয় দলের। আর্চারের স্বপ্ন বাস্তবায়নে হাত বাড়িয়েছে একটি অলাভজনক সংস্থা। সংস্থাটি কঠিন রোগে ভোগা বাচ্চাদের স্বপ্ন পূরণে কাজ করে। সেই ক্যাম্পেইনের অংশ হিসেবেই আর্চারের গায়ে উঠেছে অস্ট্রেলিয়া দলের জার্সি। ভারত সিরিজ শুরুর আগেই আর্চিকে অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে নেওয়া হয়। অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার ফোন করে এ খবর জানান আর্চিকে। তখনই সিদ্ধান্ত হয় বক্সিং ডের ম্যাচে দলে থাকবেন আর্চি। এরই মধ্যে ১৫ সদস্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। সেই দলে আছে আর্চির নামও। শুধু দলের সদস্য নয়, কো-অধিনায়ক হিসেবে আছে আর্চির নাম। ফলে টিম পেইনের সাথে মেলবোর্নে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন আর্চি। ছোট্ট আর্চি এরই মধ্যে দলের অনুশীলনে যোগ দিয়েছেন। অ্যাডিলেড টেস্টে আগে থেকে টিম পেইন-মিচেল স্টার্কদের সাথে সমান তালে ঘাম ঝরিয়েছেন নেটে। ইন্টারনেট। 

অনলাইন আপডেট

আর্কাইভ