বুধবার ০১ মে ২০২৪
Online Edition

জেলার কীর্তিমান পুরুষ

মানিকগঞ্জ জেলা সংগ্রামী জনগণ বিভিন্ন লড়াই সংগ্রাম আত্মোৎসর্গ করে চির স্মরণীয় হয়ে আছে, বিদ্রোহ বিপ্লব লড়াই সংগ্রামে জানবাজ পদাতিকের মত রুখে দাঁড়িয়েছে বারবার। ওহাবী আন্দোলন, ফারায়েজী আন্দোলন থেকে শুরু করে নীল বিদ্রোহ, স্বদেশী আন্দোলন, ঊনসত্ত্বরের গণঅভ্যুত্থান '৫২-র ভাষা আন্দোলন, '৭১-এর স্বাধীনতাযুদ্ধসহ দেশমাতৃকার ডাকে বরাবরই সামনে থেকেছে এ জেলা। এ মাটিতে জন্ম নিয়েছে কালজয়ী হাজারো বীরসন্তান। ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিক উদ্দিন আহমদ (রফিক)-এর বাড়ি মানিকগঞ্জ জেলার পারিল গ্রামে। ঊনসত্তরের গণঅভ্যুত্থানে হানাদারদের বুলেটে বুকবিদ্ধ হয়ে শাহাদৎবরণ করেছেন শহীদ এছাহাক। মুক্তিযুদ্ধের বীর সেনানী ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরীর নেতৃত্বেই মানিকগঞ্জে শুরু হয়েছিল মুক্তিযুদ্ধের প্রথম বেসামরিক প্রতিরোধ। পোলমেন্ট জাতীয় রেকডধারী ক্রীড়াবিদ মিরাজ পাকহানাদারদের হাতে বন্দী হয়ে নির্মম নির্যাতন করে হত্যা করে, মুক্তিযুদ্ধের অসামান্য অবদানের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব পেয়েছেন ও স্কোয়াড্রন লিডার (অব.) বদরুল আলম বীর উত্তম, শহীদ মাহফুজুর রহমান বীর প্রতীক, ইব্রাহীম খান বীরপ্রতীক মোঃ আতাহার আলী খান বীরপ্রতীক। এ জেলায় ৬৪ জন বীরসন্তান মুক্তিযুদ্ধে শাহাদৎবরণ করে গৌরব অর্জন করেছেন। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, সঙ্গীত, চলচ্চিত্র ও রাজনীতি এমন কোন স্থান নেই যেখানে ধ্রুবতারার মতো উজ্জ্বল হয়ে জ্বলে উঠেনি এ মাটির সন্তানেরা। বিশ্ববিখ্যাত নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন মানিকগঞ্জ পৌরসভার বগজুরী গ্রামের সন্তান। রাষ্ট্রীয় স্বীকৃতি ২১ পদক পেয়েছেন ৫ জন এরা হলেন-- ভাষা আন্দোলনের জন্য বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চীফ হুইফ খোন্দকার দেলোয়ার হোসেন, সংগীতে শিল্পী আব্দুল হালিম, শিশুসাহিত্য কবি খান-মুহাম্মদ মঈনুদ্দিন, সাহিত্য কবি জাহানারা আরজু ও যাত্রাশিল্পে অসামান্য অবদানের জন্য অমলেন্দু বিশ্বাস (মরণোত্তর), এ মাটিতে জন্ম নিয়েছেন বাংলা সাহিত্যের ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক, গবেষক ও ইতিহাসবিদ ডক্টর দীনেশ চন্দ্র সেন, বাংলা চলচ্চিত্রের জনক হিরালাল সেন, চলচ্চিত্র সংগীত ব্যক্তিত্ব খান আতাউর রহমান, মমতাজ আলী খান, অভিনেত্রী সুমিতা দেবী, সংগীত শিল্পী নীনা হামিদ, আবিদা সুলতানা, সাইদুর রহমান বয়াতী, কিরণ রায়, আব্দুল হালিম চৌধুরী, আলোকচিত্র শিল্পী নাইব উদ্দিন আহম্মেদ ও বর্তমান বিশ্বসাড়া জাগানো শিল্পী মমতাজ বেগম এমপি। রাজনীতি আন্দোলন জনসেবার জীবনের সোনালী সময় উৎসর্গ করেছেন রজনী মোহন বসাক খান, খান বাহাদুর আওলাদ হোসেন খান, খন্দকার মাজাহারুল হক চান মিয়া, সমর ঘোষ, আব্দুল লতিফ বিশ্বাস, ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরী, নিজাম উদ্দিন এমপি, আনোয়ার উদ্দিন শিকদার, মোসলেম উদ্দিন খান হাবু মিয়া, শামসুল ইসলাম খান, কর্নেল আব্দুল মালেক, প্রথম নন্দী, অমিত লাল, রাজা মিয়া, বিচারপতি নূরুল ইসলাম, খোন্দকার দেলোয়ার হোসেন, হারুনুর রশিদ খান মুন্নু এমপি, মীর কাশেম আলী প্রমুখ। এ ইতিহাস ঐতিহ্যের গৌরবগাঁথা ও পূর্বসূরিদের অনির্বাণ আদর্শে পথ চলছে মানিকগঞ্জ। এসব মানুষের আত্মত্যাগ আর কৃতিত্ব নতুন প্রজন্মের অনুপ্রেরণা সৃষ্টি করবে। এর মাধ্যমে গড়ে উঠতে পারে স্বপ্নের মানিকগঞ্জ।

অনলাইন আপডেট

আর্কাইভ