সোমবার ০৬ মে ২০২৪
Online Edition

স্বাধীনতা দিবস গলফ

স্পোর্টস রিপোর্টার: ওয়ালটন স্বাধীনতা দিবস গলফ টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। এবারের আসরে সাতটি ক্যাটাগরিতে প্রায় চারশ’জন অপেশাদার গলফারের অংশ নিচ্ছে। সাভার গলফ ক্লাবে অনুষ্ঠিতব্য তিন দিনব্যাপী প্রতিযোগিতার ক্যাটাগরিগুলো হলো- সাব জুনিয়র, জুনিয়র, রেগুলার, সিনিয়র, সুপার সিনিয়র ও ভেটেরান্স। গলফের প্রতি শিশুদের আগ্রহ বাড়াতে উর্ধ্ব দশ বছরের সাব জুনিয়র ক্যাটাগরি রাখা হয়েছে বলে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানান সাভার গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা মেজর আহাদ। তার কথায়, ‘গলফের প্রতি শিশুদের আগ্রহী করে তুলতেই আমরা এই ইভেন্টটি সংযুক্ত করেছি। যাতে ভবিষ্যতের গলফার পাওয়া যায়।’ তিনি যোগ করেন, ‘২৪ মার্চ থেকে চার দিনব্যাপী পেশাদার গলফের আয়োজন করবো আমরা। সেখানে বর্তমানে দেশের শীর্ষ গলফার জামাল মোল্যাসহ বেশ ক’জন পেশাদার গলফার খেলবেন।’ এ সময় ওয়ালটনের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার উপস্থিত ছিলেন।

অনলাইন আপডেট

আর্কাইভ