রবিবার ২৮ এপ্রিল ২০২৪
Online Edition

বারি’তে মসলা গবেষণা বিজ্ঞানীদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

গাজীপুরে বারি’র মসলা গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠান।

গাজীপুর সংবাদদাতাঃ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) মসলা গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীদের তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সোমবার শুরু হয়েছে। “বাংলাদেশে মসলা জাতীয় ফসলের গবেষণা জোরদারকরণ” প্রকল্পের আওতায় মসলা ফসলের উন্নয়নে প্রজননতত্ত্ব ও মলিকুলার বায়োটেকনোলজীর উপর মসলা গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীদের এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বারি’র মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ। বারি’র সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সটিটিউটের পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল ওহাব, পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মদন গোপাল সাহা, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) জেবুন নেছা। আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ইকবাল হক স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহা. সহিদুজ্জামান। বারি’র আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্র এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বারি’র মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ তার বক্তব্যে বলেন, এ ধরনের সময়োপযোগী প্রশিক্ষণ বিজ্ঞানীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে মসলা ফসলের উচ্চফলনশীল জাত উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং বাংলাদেশে মসলা ফসলের ঘাটতি পূরণে প্রশিক্ষণের মাধ্যমে লব্ধজ্ঞান বিজ্ঞানীদের উপকারে আসবে। তিনি বিজ্ঞানীদেরকে দেশের চাহিদা অনুযায়ী মসলা জাতীয় ফসলের হাইব্রিড জাত উন্নয়নে অধিকতর গুরুত্ব প্রদানের জন্য আহ্বান জানান। কর্মশালায় বাংলাদেশ সরকারের গৃহীত কর্ম পরিকল্পনার অংশ হিসেবে মসলা জাতীয় ফসলের হাইব্রিড জাত উন্নয়ন, মলিকুলার বায়োটেকনোলজির প্রয়োগসহ উচ্চতর প্রযুক্তির মাধ্যমে মসলা জাতীয় ফসলের উন্নয়নে ২১টি বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হবে। বারি’র বিভিন্ন পর্যায়ের বিজ্ঞানীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনলাইন আপডেট

আর্কাইভ