শুক্রবার ০৩ মে ২০২৪
Online Edition

গণবিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা আলজেরীয় প্রেসিডেন্ট বুতেফ্লিকার

২ এপ্রিল, বিবিসি : রাষ্ট্রীয় গণমাধ্যম এপিএস নিউজ এজেন্সি এ তথ্য জানিয়ে প্রেসিডেন্টের এক বিবৃতির উদ্বৃতি দিয়ে জানায়, ২০ বছর ধরে ক্ষমতায় থাকা ৮২ বছর বয়সী বুতেফ্লিকা পদত্যাগ করার আগে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলির ধারাবাহিকতা নিশ্চিত করতে চান।

গত কয়েক সপ্তাহ ধরে প্রেসিডেন্ট পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে।

বিবিসির সাংবাদিক আহমেদ রউবা বলেন, অনেক আলজেরীয় বিশ্বাস করেন যে, দেশটির ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সামরিক কর্মকর্তাদের একটি গোষ্ঠী প্রেসিডেন্ট বুতেফ্লিকাকে ক্ষমতায় রেখে ফায়দা লুটছে। তারাই বুতেফ্লিকাকে প্রেসিডেন্ট হিসাবে টিকিয়ে রাখছে।

বিক্ষোভকারীরা কেবল প্রেসিডেন্ট নয়, আলজেরীয় রাজনৈতিক নেতাদের একটি পুরো প্রজন্মের পদত্যাগের দাবী জানাচ্ছে যারা বুতেফ্লিকার সম্ভাব্য উত্তরসূরী।

বিক্ষোভকারীদের বেশিরভাগ তরুণ এবং তারা কোন দলের সঙ্গে জড়িত না। তারা শুধু এ সরকারের পদত্যাগ দাবিই করছে না, পুরো নতুন একটি সরকার ব্যবস্থা চায়।

২০১৩ সালে প্রেসিডেন্টের স্ট্রোক করায় পর থেকেই জনসমক্ষে তাকে কম দেখা যায়।

অনলাইন আপডেট

আর্কাইভ