শুক্রবার ০৩ মে ২০২৪
Online Edition

পাকিস্তানে আটক ৪শ বন্দীর মুক্তি চায় ভারত

৩ এপ্রিল, হিন্দুস্তান টাইমস : সাজা শেষ হওয়ার পরও পাকিস্তান অনেক ভারতীয় বন্দিকে কারাগারে আটকে রেখেছে বলে মঙ্গলবার অভিযোগ করেছে নয়াদিল্লি। সাজা শেষ হওয়া বন্দিসহ বাকিদের শিগগিরই মুক্তি দিয়ে দেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে ভারত।

পারিবারিক সূত্রে জানা গেছে, পাকিস্তানে আটক ভারতীয় নৌবাহিনী কর্মকর্তা কুলভ’ষণ যাদবসহ আরো ৫ সাধারণ নাগরিকের সঙ্গে কূটনৈতিকদের সাক্ষাতের অনুমতিও চেয়েছে ভারত। বারবার আবেদন করার পরও যাদবের সঙ্গে সাক্ষাত করতে দেয়া হচ্ছে না বলে নয়াদিল্লি অভিযোগও করেছে। যদিও যাদবকে গুপ্তচরবৃত্তির জন্য ২০১৬ সালে পাকিস্তানের সামরিক আদালত মৃত্যুদণ্ড দিয়েছে।

সূত্র আরো জানায়, ৪শ বন্দির মধ্যে ৩৮৫ জন জেলে ও ১৫ জন অন্যান্য পেশার। তাদের ৫ জনের সঙ্গে কূটনৈতিক সাক্ষাতের জন্য ইতোমধ্যেই পাকিস্তান দূতাবাসে আনুষ্ঠানিক আবেদনও জানানো হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ