সোমবার ২৯ এপ্রিল ২০২৪
Online Edition

রায়গঞ্জে ২ দশক পূর্বে নির্মিত রৌহা সেতুর বেহাল দশা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা : সিরাজগঞ্জের রায়গঞ্জের ধানগড়া ইউনিয়নের রৌহা খালের উপর ২ দশক পূর্বে নির্মিত সেতুটি এলাকাবাসীর কাছে মরণ ফাঁদ হয়ে দাড়িয়েছে। এলাকাবাসী সূত্রে জানাযায়, এই সেতুটি ১৯৯৯ সালে এলজিইডির অর্থায়নে রায়গঞ্জ উপজেলা প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়ন করে। সেতু নির্মাণের ফলে রৌহা গ্রামসহ পার্শ্ববর্তী ৪টি গ্রামের সাধারণ পথচারী, স্কুল ও কলেজগামী ছাত্র-ছাত্রী, কৃষিপণ্য আনা নেয়ার ক্ষেত্রে নব দিগন্তের দ্বার উন্মোচিত হয়। দীর্ঘদিন যাবত সংস্কার অভাবে সেতুটির ছাদ, রেলিং ও পিলারের পলেস্টার খশে পড়ায় যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে। এতে শুষ্ক মৌসুমে ৫ গ্রামের মানুষ ব্রীজের উপর দিয়ে যাতায়াত না করে ব্রীজের নিচ দিয়ে যাতায়াত করছে। সেতুটি তড়িৎ গতিতে সংস্কার না করলে সেতুটি ভেঙ্গে ধানগড়া ইউনিয়ন পরিষদসহ উপজেলার বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানসমূহের সাথে যোগাযোগ বিছিন্ন হয়ে যাবে। তাছাড়া দ্রুত সেতুটি মেরামত করলে সরকারের স্বল্প পরিমাণ অর্থে যা করা সম্ভব, ভেঙ্গে সেতুটি পুন:নির্মাণ করতে অর্ধকোটি টাকা ব্যয় হবে বলে স্থানীয় ইউপি সদস্য মোঃ নুরুল ইসলাম জানান। ধানগড়া ইউপি চেয়ারম্যান মীর ওবায়দুল ইসলাম মাসুম সেতুটি দ্রুত সংস্কারের বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে অগ্রাধিকার তালিকা প্রেরণ করা হয়েছে। উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল বাছেদ বলেন, আশা করছি এ বছরই সেতুটি সংস্কার বরাদ্দ পাবো।

অনলাইন আপডেট

আর্কাইভ