রবিবার ০৫ মে ২০২৪
Online Edition

টুকরো খবর

শেরপুর সংবাদদাতা: তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধ এবং পৃষ্ঠপোষকতা নিয়ন্ত্রণ সম্পর্কিত বিধান বাস্তবায়নে স্টেকহোল্ডারদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংস্থার জেলা কমিটির সাধারণ সম্পাদক আছাদুজ্জামান মুরাদ। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ. বি. এম এহছানুল মামুন।
মানববন্ধন
নওগাঁ: আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফির হত্যার বিচারের দাবীতে নওগাঁয় মানব বন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ নওগাঁ জেলা শাখা।
জাতীয় পুষ্টি সপ্তাহ
ঝিনাইদহ: ঝিনাইদহ কালীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সমাপনি অনুষ্ঠানের আলোচনা সভা পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহার সভাপতিত্বে পুষ্টি বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হুসাইন সাফায়াত ,উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, কালীগঞ্জ শিশু একাডেমির শিক্ষিকা জেসমিন আরা।
সৌর বিদ্যুতের সেবা
দাউদকান্দি (কুমিল্লা): গত রোববার দাউদকান্দি সুন্দলপুর মডেল ইউনিয়নের বিভিন্ন গ্রামের তালিকাভুক্ত গ্রাহকদের মাঝে বিনামূল্যে সৌর বিদ্যুতের সামগ্রী বিতরণ করেন, চেয়ারম্যান মো. মাসুদ আলম। মোট ৩১ জনের মাঝে এসব সামগ্রী বিতরণকালে রিসডা বাংলাদেশ এর এরিয়া ম্যানেজার কাজী মুজাহিদুর রহমান, ব্রাঞ্চ ম্যানেজার আতিকুর রহমান উপস্থিত ছিলেন। ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত মোট ৩৮৩ জন গ্রাহক ২০১৮/১৯ অর্থ বছরে এসব সামগ্রীর মধ্যে হোম সিস্টেম, সোলার এসি/ডিসি, ষ্টিট লাইট, সেচপাম্প চালুর ব্যবস্থা রয়েছে। পুরো কার্যক্রম তত্ত্বাবধান করছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইউনুস মিয়া।
নুসরাত হত্যাকান্ডের
চকরিয়া: ফেনীর মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন চকরিয়ায়। মঙ্গলবার পৌরশহরের চকরিয়া শপিংস্থ ইসলামী ব্যাংকের সামনে ওয়ানওয়ে সড়কে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কর্মশালা
সাপাহার (নওগাঁ): স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের লক্ষ্যে নওগাঁর সাপাহারে এসডিজি বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গভর্নেন্স ইনোভেশন ইউনিট প্রধান মন্ত্রীর কার্যালয় এর বাস্তবায়নে ও সাপাহার উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দিন ব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সার ও বীজ বিতরণ
সাপাহার (নওগাঁ): সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে আউশ প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরিষদ চত্বরে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান হোসেন, জেলা পরিষদ সদস্য মন্মত সাহা,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী,ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ,মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার,উপজেলা কৃষি কর্মকর্তা মজিবুর রহমান প্রমুখ।

অনলাইন আপডেট

আর্কাইভ