বুধবার ০১ মে ২০২৪
Online Edition

‘ভারতের নতুন সরকারের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তান প্রস্তুত'

২৬ মে, দ্য নিউ ন্যাশন : ভারতের নতুন সরকারের সঙ্গে যে কোনো ধরনের আলোচনার জন্য পাকিস্তান প্রস্তুত রয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি শনিবার রাতে এ কথা জানিয়েছেন।

মুলতানে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, দীর্ঘমেয়াদি বিরোধগুলো নিষ্পত্তির জন্য পাকিস্তান ভারতের নতুন সরকারের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত। পাকিস্তান সর্বদা এই অঞ্চলের সমস্যা সমাধানে আলোচনাকেই প্রাধান্য দেয়।

আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে বলেও জানান পাক পররাষ্ট্রমন্ত্রী। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন ভারতের টানা দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাওয়া নরেন্দ্র মোদি।

সপ্তদশ লোকসভা নির্বাচনে মোদির বিপুল বিজয়ের খবরে তাকে অভিনন্দন জানিয়েছিলেন ইমরান খান। জবাবে মোদি বলেন, শুভেচ্ছা জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের অঞ্চলের উন্নয়ন ও শান্তিকে আমি সবসময় প্রাধান্য দিয়ে আসছি। এর আগে এক টুইটে ইমরান খান বলেন, বিজেপির নির্বাচনী বিজয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমার শুভেচ্ছা। দক্ষিণ এশিয়ার শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের জন্য তার সঙ্গে কাজ করার প্রত্যাশায় রয়েছি।

অনলাইন আপডেট

আর্কাইভ