রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

ময়মনসিংহে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

ময়মনসিংহ সংবাদদাতা : ময়মনসিংহে পারভেজ হত্যা মামলায় হাবিব নামে এক আসামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মামলার অপর চার আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ নুরুল আমিন বিপ্লব এ রায় ঘোষণা করেন। কোর্ট ইন্সপেক্টর শেখ কবিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন-জীবন, সারোয়ার, সাব্বির ও শরীফ ওরফে শুরু। এদের মধ্যে সারোয়ার আগেই মারা গেছেন। আর জীবন ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাবিব পলাতক। আদালত সূত্র জানায়, ২০১০ সালের ২২ ফেব্রুয়ারি কথা কাটাকাটির জেরে নগরীর ছত্রিশবাড়ি কলুনী এলাকার পারভেজকে হত্যা করেন জীবন, সারোয়ার, সাব্বির, শরীফ ও হাবিব। ওই দিনই নিহতের মা সেলিনা আক্তার বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। ওই বছরের ২২ জুন আসামীদের অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। প্রায় নয় বছর ধরে চলা শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় গতকাল মঙ্গলবার এ রায় দেন আদালত।

অনলাইন আপডেট

আর্কাইভ