রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

কারাগারে বিএনপি’র আটজন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের ৭নং পালপুর প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে সহিংসতার ঘটনায় সোমবার উভয় পক্ষের শুনানী শেষে বিচারক এমদাদুল হক আসামীদের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। এরা বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী। নিহত ইসমাইল দেওপাড়া ইউনিয়ন আ’লীগের নির্বাচনী কমিটির আহ্বায়ক ছিলেন।
গত ৩০ ডিসেম্বর নির্বাচনী সহিংসতায় স্থানীয় আ’লীগ নেতা ইসমাইলকে কুপিয়ে হত্যা করা হয়। এই হত্যা মামলার মোট ২২ জন আসামীর মধ্যে ৮ জন আসামী সোমবার সকালে রাজশাহীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদনের জন্য আত্মসমর্পণ করেন। এদিকে একই মামলায় আরো দুইজন আসামীর দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে একই আদালত।

অনলাইন আপডেট

আর্কাইভ