রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

রামগতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু

রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা : লক্ষ্মীপুরের রামগতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নাহিদ (১৪) ও মো. সুমন(১৬) নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার বড়খেরী গ্রামের মীর বাড়িতে এ ঘটনা ঘটে। নাহিদ ওই বাড়ি ইব্রাহিমের ছেলে ও সুমন একই বাড়ির মো. সেলিমের ছেলে। তারা পরস্পর চাচাতো ভাই। নাহিদ রঘুনাথপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনী এবং সুমন একই বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র ছিল।স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার মো. মিজানুর রহমান জানান, গতকাল মঙ্গলবার দুপুরে তাদের বসতঘরের টিনের চালা পরিস্কার করতে গিয়ে সুমন বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় তাকে উদ্ধার করতে গিয়ে তার চাচাতো ভাই নাহিদও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় রামগতি উপ-স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করেন। লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির রামগতি আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক আবু বকর সিদ্দীক জানান, বিদ্যুতের ওয়্যারিং ক্রটির কারণে বসতঘরের টিনের চালা বিদ্যুতায়িত ছিল বলে ধারনা করা হচ্ছে। বিদ্যুতায়িত ওই টিনের চালায় উঠার কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ